বড়লেখা উপজেলা চত্তরের সম্মুখে সোনারগাও কমিউনিটি সেন্টারে ৬দিন ব্যাপি অনুষ্ঠিত জুয়েলারী শপিং মেলা জমে উঠেছে। মেসার্স ইফরাত এন্টারপ্রাইজ এ মেলার আয়োজন করেছে। গত ২৬ নভেম্বর মেলার উদ্বোধন করা হয়েছে। তৃতীয় দিনে মঙ্গলবার মেলার বিভিন্ন স্টলে ক্রেতার ভিড় লক্ষ্য করা গেছে।
মেলার আয়োজক মেসার্স ইফরাত এন্টারপ্রাইজের ম্যানেজার ইকবাল হোসেন জানান, মধ্যবিত্ত শ্রেণীর মহিলা ও স্কুল কলেজের ছাত্রীদের কথা চিন্তা করে আকর্ষনীয় কম মুল্যে ইফরাত এন্টারপ্রাইজ সারা দেশে বিভিন্ন ডিজাইনের জুয়েলারী, কসমেটিক, হিজাব, ¯ি¬পার, বাচ্চাদের খেলনাসহ মানসম্মত পোষাক সামগ্রীর মেলার আয়োজন করে।
বড়লেখায় দ্বিতীয় বারের মতো মেলার আয়োজন করেছে। এবার ২৫টি স্টল খোলা হয়েছে। নানা শ্রেণীর নারীরা স্বাচ্ছন্দে মেলা ঘুরে তাদের পছন্দের সামগ্রী ক্রয় করছেন। বিপনী বিতান থেকে দাম কম হওয়ায় অনেকেই মেলায় এসে প্রয়োজনীয় জুয়েলারী ও কসমেটিক সামগ্রী ক্রয় করছেন।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com