ব্লাড ডোনেট ফাউন্ডেশন হাজীপুর- এর শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন
- আপডেটের সময় : ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯
- / ৬৮২ টাইম ভিউ
মাহদী হাসান: সমাজ পরিবর্তনে নিরন্তন প্রচেষ্ঠায় এগিয়ে যাওয়া একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনেট ফাউন্ডেশন হাজীপুরের উদ্যোগে আজ ৬ নভেম্বর,বুধবার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় মেধাবী প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ দেয়া হয়।
এতে সংগঠনের উপদেষ্টা অন্যতম উপদেষ্টা, কটারকোনা বাজার ব্যবায়ী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ মো. আব্দুর রহমান খানের সভাপতিত্বে প্রচার সম্পাদক মো. হাসানুজ্জামান রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন ১০ নং হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুল বাছিত বাচ্চু।
বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন- কুলাউড়া উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সহ-সভাপতি হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচ কে হেলালুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য মোখলেছুর রহমান, নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দীপালী রানী দত্ত, মঞ্জুরী রায় প্রমুখ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।