ব্রাহ্মণবাড়িয়ায় নিজ ঘরের খাটের নিচ থেকে দুই ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আপডেটের সময় : ১১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / ৪৪৮ টাইম ভিউ
ব্রাহ্মণবাড়িয়ায় নিজ ঘরের খাটের নিচ থেকে দুই ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ গ্রামের নিহতদের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হল, সলিমাবাদ গ্রামের কামাল উদ্দিনের ছেলে কামরুল ইসলাম (১০) ও মেয়ে শিফা আক্তার (১৪)।
বাঞ্ছারামপুর থানার ওসি মো. সালাউদ্দিন জানান, ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
ঘটনার বিবরণে পুলিশ জানিয়েছে, সন্ধ্যা থেকে কামরুল ও শিফার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে তাদের বাবা এলাকায় মাইকিংও করেন। পুলিশকেও ঘটনাটি জানানো হয়।
পরে রাতে তার ঘরের দুই রুমের দুই খাটের নিচে তাদের রক্তাক্ত মরদেহ দেখতে পান পরিবারের লোকজন। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে বলে জানায় পুলিশ।
বাঞ্ছারামপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ বলেন, নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কেন এবং কীভাবে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আমরা সেটি তদন্ত করে দেখছি।
মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো ব্যবস্থা করা হয়েছে।