জাতপাত ও পেশা ভিত্তিক বৈষম্য প্রতিরোধ আইন কমিশন সুপারিশকৃত বৈষম্য বিলুপ্ত আইন দ্রুত প্রণয়ণের দাবিতে বিশ্ব মানবিক মর্যাদা দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন কমলগঞ্জ শাখার উদ্যোগে কমলগঞ্জ উপজেলা চৌমুহনায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের সভাপতি প্রতাপ শব্দকরের নেতৃত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন কমিটির সাধারন সম্পাদক সুপ্রীম দাশ, পপি মাদ্রাজী, দিয়ানা মাদ্রাজী ও সাংবাদিক শাব্বির এলাহী।
বক্তারা বলেন, সরকার জাতপাত ও পেশা ভিত্তিক বৈশম্য প্রতিরোধে আইন কমিশন সুপারিশকৃত বৈষম্য বিলুপ্ত আইন করেন। বাস্তবে সে আইন কার্যকর হয়নি। এ আইনটি দ্রুত বাস্তবায়নের দাবিতে এ মানববন্ধন থেকে সরকারের কাছে তারা জোর দাবি জানান।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com