আপডেট

x


বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম সিলেট বিভাগ, কুয়েত

বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলায় প্রতিবাদ

বুধবার, ০১ নভেম্বর ২০১৭ | ৩:৫৮ অপরাহ্ণ | 786 বার

বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলায় প্রতিবাদ

বেগম খালেদা জিয়ার গাড়ী বহর চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরত আসার পথে ফেনীতে হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম সিলেট বিভাগ. কুয়েত। তাৎক্ষনিক প্রতিবাদ সভার আয়োজন করে সিটিস্হ রাজধানী হোটেল বলরুমে এম ফয়সাল আহমেদ সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা শেখ নিজামুর রহমান টিপু’র উপস্থাপনায় বক্তব্য রাখেন, কুয়েত কেন্দ্রীয় বি এন পি’র যুগ্মসম্পাদক আবুল হাসেম এনাম, মো: শওকত, সাবেক ছাত্রনেতা শিহাব বক্ত, আল আমিন সওদাগর, আনসারী, শহীদ খান, যুবদল কুয়েত কেন্দ্রীয় কমিটির যুগ্মসম্পাদক লোকমান জাহিদ, সাবেক ছাত্রেনেতা মিজানুর রহমান রোমান, জামিল আহমেদ প্রমূখ । বক্তারা বলেন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন ত্রান বিতরন করে ঢাকায় ফেরার পথে সন্ত্রাসী আবারো হামলা চালিয়ে বি এন পি কে কট্টোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য করছে । সরকার জান-মালের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যার্থ তার প্রমান এই হামলা । এই সরকারের কাছে দেশ নিরাপদ নয়, দেশে অরাজকতা চলছে ।  দু:জনক হলেও সত্য বিএনপি সহ যুবদল, সেচ্ছাসেবক দলের নেতা ফেনীর থাকা সত্বেও বারবার ফেনীতে দেশনেত্রীর উপড় হামলা হচ্ছে আর সেই সকল নেতারা ঘুমিয়ে আছেন তা লজ্জাজনক উল্লেখ করে সভার সমাপ্ত করেন ।

23140384_1466165650157823_1715146538_n



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com