আপডেট

x


বৃদ্ধাশ্রমে জন্মদিন পালন করব : প্রিয়া আমান

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০১৯ | ১০:১২ অপরাহ্ণ | 205 বার

বড় পর্দায় অভিষিক্ত হলেও ছোট পর্দায় বেশ ব্যস্ত সময় অতিক্রম করছেন অভিনেত্রী প্রিয়া আমান। প্রতিদিন কোনো না কোনো চ্যানেল ঘুরলেই দেখা যাচ্ছে প্রিয়াকে। আজ (৩ ডিসেম্বর) এই লাস্যময়ী অভিনেত্রীর জন্মদিন।

জন্মদিনের পরিকল্পনা সর্ম্পকে প্রিয়া বলেন, ‘ঘরোয়া ভাবে জন্মদিন পালন করব। দুপুরে উত্তরার মৈনারটেকের অবস্থিত ‘আপন নিবাস বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মায়েদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করব। বৃদ্ধদের পাশাপাশি সেখানে বেশ কয়েকজন বুদ্ধি প্রতিবন্ধীও থাকেন। যাদের অধিকাংশকে তুলে আনা হয়েছে রাস্তা থেকে। তাদের সঙ্গে কিছু সময় আনন্দে কাঁটাব। তারপর পরিবারের সাথে কিছু সময় কাঁটিয়ে সন্ধ্যায় শীত বস্ত্র বিতরণ করব।’



শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে প্রিয়া বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি দুস্থ গরিব মানুষদের পাশে দাঁড়ানোর। সমাজের সচ্ছল ব্যক্তিদের প্রতিও আমার বিনীত আহ্বান থাকবে, আপনার আশপাশে যে বা যারা দুস্থ তাদের প্রতি আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন।’

মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com