বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে শীতের উপহার বিতরণ
- আপডেটের সময় : ০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
- / ৬০০ টাইম ভিউ
কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে শীতের উপহার বিতরণ করা হয়েছে। শীত উপহার সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী মনিপুরি চাদর ১৩৪ জন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে আজ (৬ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ কক্ষে ইউএনও এ টি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুশীল চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা মুকিম উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা মাসুক মিয়া, বীর মুক্তিযোদ্ধা রজব আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা করুনা দে, প্রবীণ সাংবাদিক শাকীল চৌধুরী, প্রেসক্লাব সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি মাহফুজ শাকীল, ‘‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’’ এর সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, শিক্ষক কয়ছর আহমদ প্রমূখ। সভায় শুভেচ্ছা বক্তব্য দেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কামাল আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সাংবাদিক এম এ আহাদ ও শাকীর আহমদ। আলোচনা শেষে ১৩৪ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের হাতে সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী মনিপুরি চাদর তুলে দেন ইউএনও এ টি এম ফরহাদ চৌধুরীসহ অতিথিবৃন্দ।#