ঢাকা , রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
বিএনপি পর্তুগাল শাখার উদ্যোগে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত! বন্যার্ত মানুষের ত্রান তহবিলের জন্যে ৬ লাখ পঞ্চাশ হাজার টাকা ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেজা শাখার কর্মি সম্মেলন অনুষ্ঠিত বিমানের নতুন চেয়ারম্যান কুলাউড়ার আব্দুল মুয়ীদ চৌধুরী খালেদা জিয়ার সুস্থতা ও ২৪ কোটা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল পর্তুগালে রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটির আত্মপ্রকাশ পর্তুগাল বিএনপি’র আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে দোয়া ও মাহফিল সম্পন্ন বিমূর্ত সব মুর্হুতরা, আমার মা’য়ের সাথের শেষ শনিবার – শাহারুল কিবরিয়া বাংলাদেশে কোটা আন্দোলনে হত্যার প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ করেছে বাংলাদেশী প্রবাসীরা প্রিয়জনদের মানসিক রোগ যদি আপনজন বুঝতে না পারেন আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

বিয়ের দিনে কনের সাজে প্রেমিকের কবরে প্রেমিকা

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
  • আপডেটের সময় : ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৯
  • / ১১২৪ টাইম ভিউ

মানুষ মরে যায় কিন্তু ভালোবাসা মরে না। এটাই প্রমাণ করলেন জেসিকা নামের এক মার্কিন নারী। দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু বিয়ের আগেই এক দুর্ঘটনা কেড়ে নিল দু’জনের স্বপ্ন। দুর্ঘটনায় প্রাণ হারালেন জেসিকার প্রেমিক কেন্ডাল মারপি। চারদিক তখন শূণ্যতায় ঘেরা। প্রচণ্ড কষ্ট নিয়েই দিন কাটাতে হচ্ছিল জেসিকাকে।

দেখতে দেখতে তাদের কাঙ্ক্ষিত দিনটি চলে এলো। কিন্তু যাকে নিয়ে জেসিকা এত স্বপ্ন সাজালেন সেই তো নেই। তবুও ভেঙে পড়েননি জেসিকা। ভালোবাসার মানুষ নেই তো কি হয়েছে। ভালোবাসাতো এখনও অমলিন। তাই তিনি সিদ্ধান্ত নিলেন বিয়ের পোশাক পরবেন, বউ সাজবেন। আর এই সাজেই প্রেমিকের কাছে যাবেন, যেখানে তার প্রেমিক চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন।

সাদা গাউন, হাতে ফুল আর হালকা সাজে অসাধারণ লাগছিল জেসিকাকে। কেন্ডাল বেঁচে থাকলে তিনি হয়তো ওর দিক থেকে চোখই ফেরাতে পারতেন না।

নিজেকে অনেক বুঝিয়ে সব কিছু স্বাভাবিকভাবেই করতে পেরেছিলেন। কিন্তু কেন্ডালের কবরে সামনে যেতেই কান্নায় ভেঙে পড়েন। হাঁটু গেড়ে বসে পড়েন। হয়তো তার মনে হচ্ছিল এই মানুষটা বেঁচে থাকলে আজই তাদের বিয়ে হতো। কিন্তু সেই সুন্দর দিনটাই হারিয়ে গেল জীবন থেকে।

সেপ্টেম্বরের ২৯ তারিখে তাদের চার হাত এক হওয়ার কথা ছিল। স্বপ্ন পুরুষ কেন্ডাল মারফিকে সারা জীবনের জন্য পাওয়ার কথা ছিল জেসিকার। কিন্তু এক দুর্ঘটনায় দমকল কর্মী কেন্ডালের (২৭) মৃত্যু তাদের জীবনের সবচেয়ে সুন্দর দিনটাই কেড়ে নিল।গত বছরের নভেম্বরে এক মাতাল চালকের গাড়ি চাপায় প্রাণ হারাতে হয় কেন্ডালকে। কিন্তু ওই দুর্ঘটনার ১০ মাস পরে প্রচণ্ড সাহস আর শক্তি নিয়ে বউ সেজেছিলেন জেসিকা। সাদা রঙের একটি গাউন পরে কেন্ডালের কবরের সামনে হাজির হয়েছিলেন তিনি। তাদের যে দিনে বিয়ে হওয়ার কথা ছিল তিনি সেই দিনটাকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন। কোনভাবেই এই সুন্দর দিনটা যেন নষ্ট না হয় সেটাই ছিল তার একান্ত ইচ্ছা।চুল বেধে, বিয়ের সাজে কেন্ডালের কবরের কাছে ফুলের তোড়া নিয়ে হাজির হয়েছিলেন জেসিকা নামের প্রচণ্ড সাহসী মেয়েটা। কেন্ডালের কবরে মাথা ঠেকিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। বেশ কিছুক্ষণ কেন্ডালের কবরের পাশেই বসে ছিলেন তিনি। জেসিকা বলেন, আমি শুধু চেয়েছিলাম সে যেখানে আছে সেখানেই তার পাশে থাকতে।কেন্ডালের কবরের পাশে ছবিও তোলেন জেসিকা। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের লাভিং লাইফ ফটোগ্রাফি থেকে এই সুন্দর মুহূর্তের ছবি গুলো তোলা হয়েছে।জেসিকা বলেন, যদিও আমি আমার স্বপ্নের পুরুষকে বিয়ে করতে পারিনি। কিন্তু, এই দিনটা আমার জন্য বিশেষ একটা দিন। তার এই বিশেষ দিনটিকে সুন্দর করে তুলতে যারা সাহায্য করেছেন তাদের ধন্যবাদ দিয়েছেন জেসিকা। তিনি বলেন, আমি যা চেয়েছিলাম তা হয়তো পাইনি। কিন্তু সবাই মিলে আমাকে অনেক ভালোবাসায় পূর্ণ করেছেন।

পোস্ট শেয়ার করুন

বিয়ের দিনে কনের সাজে প্রেমিকের কবরে প্রেমিকা

আপডেটের সময় : ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৯

মানুষ মরে যায় কিন্তু ভালোবাসা মরে না। এটাই প্রমাণ করলেন জেসিকা নামের এক মার্কিন নারী। দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু বিয়ের আগেই এক দুর্ঘটনা কেড়ে নিল দু’জনের স্বপ্ন। দুর্ঘটনায় প্রাণ হারালেন জেসিকার প্রেমিক কেন্ডাল মারপি। চারদিক তখন শূণ্যতায় ঘেরা। প্রচণ্ড কষ্ট নিয়েই দিন কাটাতে হচ্ছিল জেসিকাকে।

দেখতে দেখতে তাদের কাঙ্ক্ষিত দিনটি চলে এলো। কিন্তু যাকে নিয়ে জেসিকা এত স্বপ্ন সাজালেন সেই তো নেই। তবুও ভেঙে পড়েননি জেসিকা। ভালোবাসার মানুষ নেই তো কি হয়েছে। ভালোবাসাতো এখনও অমলিন। তাই তিনি সিদ্ধান্ত নিলেন বিয়ের পোশাক পরবেন, বউ সাজবেন। আর এই সাজেই প্রেমিকের কাছে যাবেন, যেখানে তার প্রেমিক চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন।

সাদা গাউন, হাতে ফুল আর হালকা সাজে অসাধারণ লাগছিল জেসিকাকে। কেন্ডাল বেঁচে থাকলে তিনি হয়তো ওর দিক থেকে চোখই ফেরাতে পারতেন না।

নিজেকে অনেক বুঝিয়ে সব কিছু স্বাভাবিকভাবেই করতে পেরেছিলেন। কিন্তু কেন্ডালের কবরে সামনে যেতেই কান্নায় ভেঙে পড়েন। হাঁটু গেড়ে বসে পড়েন। হয়তো তার মনে হচ্ছিল এই মানুষটা বেঁচে থাকলে আজই তাদের বিয়ে হতো। কিন্তু সেই সুন্দর দিনটাই হারিয়ে গেল জীবন থেকে।

সেপ্টেম্বরের ২৯ তারিখে তাদের চার হাত এক হওয়ার কথা ছিল। স্বপ্ন পুরুষ কেন্ডাল মারফিকে সারা জীবনের জন্য পাওয়ার কথা ছিল জেসিকার। কিন্তু এক দুর্ঘটনায় দমকল কর্মী কেন্ডালের (২৭) মৃত্যু তাদের জীবনের সবচেয়ে সুন্দর দিনটাই কেড়ে নিল।গত বছরের নভেম্বরে এক মাতাল চালকের গাড়ি চাপায় প্রাণ হারাতে হয় কেন্ডালকে। কিন্তু ওই দুর্ঘটনার ১০ মাস পরে প্রচণ্ড সাহস আর শক্তি নিয়ে বউ সেজেছিলেন জেসিকা। সাদা রঙের একটি গাউন পরে কেন্ডালের কবরের সামনে হাজির হয়েছিলেন তিনি। তাদের যে দিনে বিয়ে হওয়ার কথা ছিল তিনি সেই দিনটাকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন। কোনভাবেই এই সুন্দর দিনটা যেন নষ্ট না হয় সেটাই ছিল তার একান্ত ইচ্ছা।চুল বেধে, বিয়ের সাজে কেন্ডালের কবরের কাছে ফুলের তোড়া নিয়ে হাজির হয়েছিলেন জেসিকা নামের প্রচণ্ড সাহসী মেয়েটা। কেন্ডালের কবরে মাথা ঠেকিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। বেশ কিছুক্ষণ কেন্ডালের কবরের পাশেই বসে ছিলেন তিনি। জেসিকা বলেন, আমি শুধু চেয়েছিলাম সে যেখানে আছে সেখানেই তার পাশে থাকতে।কেন্ডালের কবরের পাশে ছবিও তোলেন জেসিকা। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের লাভিং লাইফ ফটোগ্রাফি থেকে এই সুন্দর মুহূর্তের ছবি গুলো তোলা হয়েছে।জেসিকা বলেন, যদিও আমি আমার স্বপ্নের পুরুষকে বিয়ে করতে পারিনি। কিন্তু, এই দিনটা আমার জন্য বিশেষ একটা দিন। তার এই বিশেষ দিনটিকে সুন্দর করে তুলতে যারা সাহায্য করেছেন তাদের ধন্যবাদ দিয়েছেন জেসিকা। তিনি বলেন, আমি যা চেয়েছিলাম তা হয়তো পাইনি। কিন্তু সবাই মিলে আমাকে অনেক ভালোবাসায় পূর্ণ করেছেন।