আপডেট

x


বিয়ানীবাজার রুপালী ব্যাংক লিঃ চারখাই শাখা উদ্বোধন

রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯ | ১১:০৮ অপরাহ্ণ | 1394 বার

বিয়ানীবাজার রুপালী ব্যাংক লিঃ চারখাই শাখা উদ্বোধন

ইসমাইলনি জস্বপ্রতিনিধিঃ সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার চাশাহ ইসমাইলনি জস্বপ্রতিনিধিঃ রখাই শাখা এস,রহমান টাওয়ার গদার বাজার রোড রুপালী ব্যাংক লিঃ শুভ উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে রুপালী ব্যাংক লিঃসিলেটের বিভাগের মাননীয় মহাব্যবস্হাপক জনাব মোঃজাহাঙ্গীর রহমান আকন্দ বলেন- বর্তমান সরকার সকল শ্রেণীর মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গ্রামীণ অর্থনীতিতে ব্যাংকের প্রয়োজনীয়তা অনেক। মানুষ তাদের কষ্টার্জিত অর্থ নিরাপদ স্থানে রাখতে চায়। রূপালী ব্যাংক রাষ্টায়ত্ব এবং প্রতিষ্ঠিত একটি ব্যাংক। তাই গ্রাহকদের অর্থ লেনদেনের জন্য এটি নিরাপদ ঠিকানা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রূপালী ব্যাংক লিঃ সিলেট জোনাল অফিসের উপ মহা ব্যবস্হাপক মোঃ নোমান মিয়ার সভাপতিত্বে আজ রবিবার(২২-৯-১৯)সকাল ১০ঘটিকার সময় চারখাই এস,রহমান টাওয়ার (২য়তলা)গদার বাজর রোডে আয়োজিত শাখার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রূপালী ব্যাংক লিঃ সিলেট বিভাগের উপ-মহাব্যবস্হাপক জনাব জয়া চৌধুরী মৌলভীবাজারের উপ-মহাব্যবস্হাপক ও জোনাল ম্যানেজার জনাব মোঃ ফয়জুল হক, অতিথিদ্বয় তাদের বক্তব্যে বলেন- রূপালী ব্যাংকে জনগণের ব্যাংক রূপান্তরিত করতে ক্ষুদ্র ও মাঝারি ঋণ চালু করা হয়েছে। রূপালী ব্যাংক দেশের আর্থসামাজিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।বিয়ানীবাজার তথা চারখাইয়ের জনগণের দীর্ঘদিনের দাবীর পরিপ্রেক্ষিত সহজ এবং আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে রূপালী ব্যাংকের নতুন ভবনে শাখার যাত্রা শুরু হলো। এখন এর লালন করা এ এলাকার মানুষের দায়িত্ব। লেনদেনের জন্য আগামীতে এটিএম বুথ চালু করা হবে বলে জানান। বিশেষ করে মহিলা উদ্যোক্তা ও যুব সমাজের জন্য তার সাহায্য অব্যাহত থাকবে বলেও জানান। বক্তব্য রাখেন- চারখাই ইউ,প,চেয়ারম্যান মাহমুদ আলী, মফিকুর রহমান, লায়েক আহমেদ, জামাল আহমদ,হাবিবুর রহমান আলম, শিক্ষক আব্দুস সালাম,ভাইস প্রিন্সিপাল মাওলানা শাব্বির আহমদ,প্রধান শিক্ষক কুতুবউদ্দিন প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরান তেলায়ত করেন মাওলানা আজহারুল ইসলাম
সভা যৌথভাবে পরিচালনা করেন-চারখাই শাখা ব্যবস্থাপক জনাব ফখরুল ইসলাম ও সিনিয়র অফিসার আবু মোহাম্মদ জাকারিয়া,
পরিশেষে ব্যাংকের সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাব্বির আহমদ-।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com