আপডেট

x


বিশ্ব ‘তোলপাড়’ করা আলোকচিত্র

বৃহস্পতিবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৯ | ১২:৩০ অপরাহ্ণ | 1239 বার

বিশ্ব ‘তোলপাড়’ করা আলোকচিত্র

 দেশদিগন্ত নিউজ ডেস্কঃ  খুঁটির মাথায় জুড়ে দেয়া ছোট এক ফালি কাঠে তিন শব্দের সতর্কীকরণ নির্দেশনা, ‘মাছ ধরা নিষেধ’। এমন কড়া নির্দেশনা কার জন্য সেটা লেখা নেই। তাই ধরে নেয়া যায়, মানুষ কিংবা পাখি-সবার জন্যই পুকুরের মালিকের এই আইন!

fish



কিন্তু সেই সাইনবোর্ডের ওপরই ঠোঁটে মাছ নিয়ে দাঁড়িয়ে মাছরাঙাটি। তার আয়েশি ভাবটা যেন এমন, এসব নিষেধাজ্ঞার তোয়াক্কা সে করে না!

ফেসবুকেই জেনেছি বিরল মুহূর্তের ছবিটি তুলেছেন আলোকচিত্রী ফিরোজ আল সাবাহ। এই আলোকচিত্রির টানা সাত মাস রোজ বিকেলে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগেছে ছবিটি তুলতে!

fish3_1 (1)

গতবছরের শেষ সময়ে আন্তর্জাতিক গণমাধ্যম সিজিটিএন একই ধরণের তিনটি ছবি প্রকাশ করে। যা সারাবিশ্বে তুমুলভাবে সাড়া জাগায়। ফিরোজ আল সাবাহ ও আন্তর্জাতিক গণমাধ্যমটির ছবিগুলোর সাথে পার্থক্য হলো, সতর্কীকরণ নির্দেশনায়! একটিতে লিখা ‘মাছ ধরা নিষেধ’, অন্যগুলোতে ‘নো ফিশিং’। সতর্কীকরণ নির্দেশনা যাই হোক, মাছরাঙা কিন্তু মানতে নারাজ!

মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com