আপডেট

x


বিশ্বে করোনায় আক্রান্ত রোগী ২ কোটি ছাড়ালো

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০ | ১১:২৫ পূর্বাহ্ণ | 280 বার

বিশ্বে করোনায় আক্রান্ত রোগী ২ কোটি ছাড়ালো

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর সাত মাসের মাথায় বিশ্বে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়েছিল, তার সঙ্গে আরও এক কোটি যুক্ত হল দেড় মাসেরও কম সময়ের মধ্যে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের উপাত্ত অনুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বিশ্বে মোট শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা পৌঁছেছে ২ কোটি ১৪ হাজার ৫৭৪ জনে।



আর চীনের উহান থেকে পৃথিবীময় ছড়িয়ে পড়া এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা ৭ লাখ ৩৪ হাজার ৭৫৫ জনে পৌঁছেছে।

বিভিন্ন দেশের প্রকাশ করা সরকারি তথ্যের বরাতে রয়টার্সের খবরে বলা হয়েছে, বিশ্বে এ পর্যন্ত যত রোগী শনাক্ত হয়েছে, তার অর্ধেক হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল আর ভারতে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে প্রতিবছর বিশ্বে যত লোক মারাত্মক ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়, আট মাসে মোটামুটি তার চারগুণ মানুষকে সংক্রমিত করেছে নতুন করোনাভাইরাস।

আর করোনাভাইরাসে এ পর্যন্ত মানুষের মৃত্যু হয়েছে, তা এক বছরে ইনফ্লুয়েঞ্জায় মৃত্যুর সর্বোচ্চ সীমা ছাড়িয়ে গেছে।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com