আপডেট

x


বিশিষ্ট সমাজ সেবক ও সংগঠক ইজাজুর রহমান জুনেলের মা’ জাহানরা রহমানের প্রথম জানাজার নামাজ সম্পূর্ন কুয়েতে

শুক্রবার, ০১ ডিসেম্বর ২০১৭ | ৮:২৯ অপরাহ্ণ | 1375 বার

বিশিষ্ট সমাজ সেবক ও সংগঠক ইজাজুর রহমান জুনেলের মা’ জাহানরা রহমানের প্রথম জানাজার নামাজ সম্পূর্ন কুয়েতে

কুয়েতস্হ জালালাবাদ সমাজ কল্যাণ সমিতি’র সিনিয়র সহ সভাপতি. সিলেট বিভাগীয় সাংস্কৃতিক গোষ্টীর সভাপতি.রবীন্দ্র – নজরুল শিল্পী গোষ্টীর সভাপতি, ওসমানী স্পোটিং ক্লাবের সভাপতি বাংলাদেশী বংশদ্ভুত বিট্রিশ নাগরিক ইজাজুর রহমান জুনেল’র মা জাহানরা রহমান গত ২৭ নভেম্বর ভোর রাত ১ ঘটিকার সময় বার্ধক্যজনিত রোগে কুয়েত আমিরী হাসপাতালে মৃত্যবরন করেন । আজ ৩০ নভেম্বর বাদ জোহর আল সাবাহ হাসপাতাল মসজিদের সামনে মাঠে প্রথম বারের মতো জানাজার নামাজ হয়। উনার স্হায়ী ঠিকানা সিলেট জেলা’র ওসমানী নগড় থানার শেরপুর (তাজপুর )গ্রামের বাসিন্দা বিট্রিশ প্রবাসী ক্রীড়ানুরাগি প্রয়াত আতাউর রহমান এমলাফ মিয়ার স্ত্রী মরহুমা জাহানরা রহমান

রাজনৈতিক ,সামাজিক,সাংস্কৃতিক,স্বেচ্ছাসেবী,পেশাজীবি,সাংবাদিক,ব্যাবসায়ীরা উনার মা’র জানাজা নামাজে অংশ নেন। মায়ের জন্য দোয়া চান ইজাজুর রহমান জুনেল,তার পাশে ছিলেন বাহরাইনে বসবাসকারী ছোট ভাই ,পরিবারের পক্ষ থেকে মা’র জন্য সবার কাছে দোয়া চান। জানাজা নামাজে মরহুমার পুত্র ইজাজুর রহমান জুনেল জানাজায় অংশগ্রহনকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী কাল সিলেটের ওসমানী নগড় থানার তাজপুর গ্রামে বাদ জুম্মা দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে তাঁকে দাফন করা হবে।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com