আপডেট

x


বিমানের টিকিট নাটকে,সিলেটে প্রবাসীদের বিক্ষোভ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০ | ১:৩১ অপরাহ্ণ | 327 বার

বিমানের টিকিট নাটকে,সিলেটে প্রবাসীদের বিক্ষোভ

টিকিট না পেয়ে সিলেটে বিক্ষোভ আটকে পড়া প্রবাসীরা ।গতকাল মঙ্গলবার বেলা ১ ঘটিকার সময় নগরের মজুমদারী এলাকায় বাংলাদেশ বিমান অফিসের সামনে হাজার হাজার প্রবাসীরা বিক্ষোভ করেন । বিক্ষোভকারী বেশীরভাগই ছিলেন মধ্যেপ্রাচ্য প্রবাসীরা ।

এই প্রবাসীরা অভিযোগ করে বলেন বিমান অফিসের কর্মকর্তা ও দায়ীত্বশীলরা সেখানে অনিয়ম ও দূনীর্তিতে জড়িত ও  সংস্কৃতি চালু করে রেখেছেন । আমরা প্রতিদিন অফিসে যাচ্ছি, কিন্তু আমাদের টিকিট দিচ্ছে না ।বিমান অফিস কতৃপক্ষ আমাদের কে বলছে আগামী ৩০ আগষ্ট পর্যন্ত কোনো সিট খালি নেই ,অথচ বিভিন্ন ট্রাভেলস এজেন্সী টিকিট বিক্রী করছে বেশী দামে।



এক আবুধাবী প্রবাসী বলেন আমি ২৫ ফ্রেবুয়ারী রিটার্ন টিকিটসহ দেশে এসেছি ,এখন টিকিট না পেয়ে আমি আবুধাবী যেতে পারছি না । আরেক প্রবাসী বলেন, প্রবাসীরা দেশে সম্মান পাচ্ছে না,আমরা ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে আছি, টিকিট পাচ্ছি না,এবং কোনো ভালো উত্তরও পাচ্ছি না । যারা বেশী টাকা দিচ্ছে তারা টিকিট পাচ্ছে, যদি আসন না থাকে তাহলে টাকা বেশী দিলে টিকিট পায় কি করে ?

বাংলাদেশ বিমান সিলেট জেলার ব্যবস্থাপক মো: শাহনেওয়াজ মজুমদার বলেন, বাংলাদেশ বিমান এর টিকিট সন্কটের কারনে টিকিট না পেয়ে সিলেটে আটকে পড়া প্রবাসীরা বিমান অফিসের সামনে জড়ো হয়েছেন ।আগামী ৩০ তারিখ পর্যন্ত বিমানের ফ্লাইটের কোনো আসন খালি নেই,তবে তাদের কাগজপত্রের ফটোকপি আমরা রেখে দিচ্ছি ।যখনই টিকিট অ্যাভেলেবল হবে, তাদেরকে ম্যাসেজ দেওয়া হবে ।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com