কণ্ঠের যাদু আর গ্ল্যামার দিয়ে বাজিমাত করেছেন ক্লোজআপ ওয়ান তারকা সানিয়া সুলতানা লিজা। তার মাঝে বিভোর হয়ে আছেন তার ভক্ত-শ্রোতারা। এবার শিল্পী নিজেই বিভোর হয়ে গেলেন। বাস্তবে তেমন কিছু নয়, সম্প্রতি ‘বিভোর হয়ে’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিলেন এই তরুণী গায়িকা। গানটির কথা লিখেছেন জিয়াউদ্দিন আলম। এর সুর ও সংগীতায়োজন করেছেন নাহিদ নোমান অরুপ। জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে ইতোমধ্যে গানটির একটি লিরিক ভিডিও প্রকাশ হয়েছে। গনটি প্রসঙ্গে লিজা বলেন, ‘শ্রুতিমধুর একটি গান করেছি। রোমান্টিক কথামালায় সাজানো। আশা করছি ভালো লাগবে সবার।’
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com