বাংলাদেশ ব্লাড ডোনার্স ক্লাব (বিবিডিসি) সিলেট বিভাগীয় শাখার টিম লিডারদের মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৫ আগস্ট ২৩ ইং রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায়, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হলরুম দরগা গেইট সিলেটে। সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়।
বিবিডিসি সিলেট বিভাগ এর পর্যবেক্ষক সাফওয়ান আসাদ শিকদার ও বিবিডিসি সিলেট বিভাগ এর সাময়িক আপডেট দায়িত্বশীল সাহেদ আহমেদ ছামীর যৌথ পরিচালনায়, সভাপতি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্লাড ডোনার্স ক্লাব এর এডমিন ও সিলেট বিভাগীয় শাখার সমন্বয়ক ডাঃ জোবায়ের আহমেদ তোফায়েল।
স্বাগত বক্তব্য রাখেন আবুল কালাম বেপারী, সহ সমন্বয়ক বিবিডিসি সিলেট বিভাগ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইয়ুব আল আনসারি, সহ সমাজ কল্যান বিষয়ক সম্পাদক, বাংলাদেশ যুব অধিকার পরিষদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ওবায়দুল হক, এজিএম ইবনে সিনা, সিলেট।
আমন্ত্রিত ভার্চুয়াল অতিথি হিসেবে ছিলেন দেবা শিপন, সমাজ কল্যান সম্পাদক, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ জনাব সফি আহমেদ (পিপিএম), সমন্বয়ক মানবিক টিম সিলেট, এস কে রাশেদ, গননেতা গনঅধিকার পরিষদ, সবনাম আক্তার বর্ষা, তরুণ সমাজ সেবিকা, মোঃ জাকির হোসেন, আহবায়ক, সিলেট মহানগর, শ্রমিক অধিকার পরিষদ, মিসবাহ বিন সাদেক, যুগ্ম আহবায়ক, হিলফুল ফুজুল সংগঠন।
সিনিয়র টিম লিডার হিসেবে ছিলেন, মোঃ আলাউদ্দিন আহমাদ,মোঃ লিমন খান, মোঃ রুহুল আমিন, মোঃ রুমন খান, মোঃ মনজুর আলী সহ আরও টিম লিডার স্বেচ্ছাসেবী ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ উপস্থিত ছিলেন।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com