আপডেট

x


বানিয়াচংয়ে বি,ডি প্রবাসী কল্যান (বন্ধন গ্রুপ’র)উদ্যোগে সুবিধাবঞ্চিতদের অর্থ বিতরণ

রবিবার, ০২ আগস্ট ২০২০ | ১:১৩ পূর্বাহ্ণ | 960 বার

বানিয়াচংয়ে বি,ডি প্রবাসী কল্যান (বন্ধন গ্রুপ’র)উদ্যোগে সুবিধাবঞ্চিতদের অর্থ বিতরণ

জয় হোক মানবতার, জয় হোক প্রবাসীদের।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বানিয়াচং জাতুকর্ণ পাড়া প্রবাসীদের নিয়ে গঠিত সেচ্ছাসেবী সংগঠন “বি,ডি প্রবাসী কল্যান (বন্ধন গ্রুপ)” এর উদ্যোগে গরীব অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
অত্র এলাকার ( দক্ষিণ হাটি এবং ভাটি হাটি) প্রায় অর্ধশতাধিক মানুষের মাজে এই অর্থ বিতরণে সার্বিক সহযোগিতা করেন সাবেক ছাত্রনেতা কুয়েত প্রবাসী আনোয়ার হোসেন।
অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চান্দের মহল্লার সম্মানিত সরদার হাজী আবুজাফর, যুবনেতা মুজাম্মিল হক, মস্তুফা মিয়া মস্তুু, মোঃ আমিন উল্লাহ, জাহাঙ্গীর মিয়া প্রমুখ।
উপস্থিত অতিথি বৃন্দ ও এলাকা বাসী অর্থ প্রেরণকারী প্রবাসীদের এমন মহতি কাজের ভূয়সী প্রশংসা করেন।
উক্ত সংগঠনের অন্যতম সংগঠক প্রবাসী শামীম আহমেদ জানান জানান, বন্যা এবং করোনার সময়ে পবিত্র ঈদ-উল-আযহায় এলাকার সুবিধাবঞ্চিত মানুষকে নিয়ে একসাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে উপভোগ করার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com