বিএনপি নিউজার্সি ষ্টেট (নর্থ) ইউএসএ-এর আহবায়ক কমিটির কর্মীসভা অনুষ্টিত
- আপডেটের সময় : ১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ৩৪২ টাইম ভিউ
বিএনপি নিউজার্সি ষ্টেট (নর্থ) ইউএসএ-এর আহবায়ক কমিটির কর্মীসভা অনুষ্টিত
=
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিউজার্সি ষ্টেট (নর্থ) ইউএসএ-এর নব অনুমোদিত আহবায়ক কমিটির ১ম সভা গত ১৫ই নভেম্বর রোববার অনুষ্টিত হয়েছে, ভারচুয়্যাল এই সভায় ৬৫ সদস্য বিশিষ্ট কমিটির ৪৯জন সদস্য সভায় উপস্থিত ছিলেন, সভায় প্রধান অতিথি হিসেবে বিপ্লব ও সংহতি দিবসের উপর বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক এম পি জনাব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর ও দক্ষিন আমেরিকা সাংগঠনিক সমন্বয়ক ও কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন, সভায় সভাপতিত্ব করেন বিএনপি নিউজার্সি ষ্টেট (নর্থ) ইউএসএ-এর আহবায়ক জনাব সৈয়দ জুবায়ের আলী, সভা পরিচালনা করেন সদস্য সচিব জনাব আলাউর খন্দকার, সভায় বিশেষ অতিথি জনাব আনোয়া্র হোসেন খোকন বিপ্লব ও সংহতি দিবসের আলোচনার পাশাপাশি নিউজার্সি বিএনপিকে আরো সুসংগটিত করার ব্যাপারে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন, সভার শুরুতে কালামে পাক থেকে তেলাওত করেন সৈয়দ খালিদ আলী ।