দেশদিগন্ত নিউজ ডেস্ক: বিএনপির যেসব ভুলত্রুটি রয়েছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, ‘রাজনীতিতে হেরে যাওয়াটা ভুল। একটা রাজনীতি দলের উত্থান-পতন থাকতে পারে, ব্রেকডাউন হতে পারে। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়াতে হবে। ভুল সংশোধন করতে পারলে আশা করি, বিএনপি আবারও ঘুরে দাঁড়াবে।’
শুক্রবার (৭ জুন) রাতে একাত্তর টিভির টক শো ‘একাত্তর জার্নাল’ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
ঈদের পর খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির আন্দোলন জোরদার করার কথা থাকলেও এখনও কোনও কর্মসূচির কথা জানা যায়নি। এ ব্যাপারে তৈমুর আলম খন্দকার বলেন, ‘আমাদের এখন মূল টার্গেট হচ্ছে খালেদা জিয়াকে কারাগার থেকে বের করা। বিএনপির অস্তিত্বের প্রশ্নে আমাদের নেত্রী পাশে থাকবে এটাই আমাদের কামনা।’
তিনি আরও বলেন, ‘বিএনপিতে ত্যাগী নেতাদের প্রয়োজন। বিএনপির উচিত, যারা রাজপথে পুলিশকে ও সরকারি দলকে মোকাবিলা করে, ধাওয়া-পাল্টা ধাওয়া করে গণতান্ত্রিক আন্দোলন করতে পারে তাদের একটি তালিকা তৈরি করা। যাদের এ ধরনের রেকর্ড রয়েছে তাদের হাতে নেতৃত্ব তুলে দিতে হবে।’
এখন যেসব নেতারা দায়িত্বে আছেন তারা কি যোগ্য নেতা নয়, এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘ ঠিক তা নয়। আমি তাদের প্রতি শ্রদ্ধাশীল। তবে আমি দলের ভবিষ্যতের কথা বলছি। কারণ এটি খুবই লজ্জার বিষয় যে নেত্রী জেলে আর আমরা বাইরে। আমাদের এমন নেতাদের দরকার যারা আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করে আনতে পারবে। ’
উল্লেখ্য, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত দেশের আলোচিত কিছু সংবাদ নিয়ে একাত্তর টিভির নিয়মিত আলোচনার আয়োজন ‘একাত্তর জার্নাল’। অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন কাওসার মাহমুদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবিস নিউজের সম্পাদক প্রনব সাহা এবং বাংলাভিশনের সিনিয়ার নিউজ এডিটর মাসুদ কামাল।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com