আপডেট

x


বান্দরবান রোয়াংছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিকে গুলি করে হত্যা

সোমবার, ২২ জুলাই ২০১৯ | ৭:৩৮ অপরাহ্ণ | 289 বার

বান্দরবান রোয়াংছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিকে গুলি করে হত্যা

সোমবার  দুপুরে বান্দরবান সদর উপজেলার তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মং মং থোয়াই মারমাকে  গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  বান্দরবান রোয়াংছড়ি সড়কের শামুখ ঝিরি এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। খবর পাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে  আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানিয়েছেন মোটরসাইকেল যোগে রোয়াংছড়ি হতে বান্দরবান জেলা শহরে আসার পথে সামগ্রী এলাকায়, দুর্বৃত্তরা তার উপর বেশ কয়েক রাউন্ড গুলি করলে  মং মং থোয়াই  বুকে ও পিঠে লাগে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাকে বেলা ২ টার দিকে বান্দরবান সদর হাসপাতালে তাকে নিয়ে আসা হয়।



জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর জানিয়েছেন কারা গুলি করেছে তা এখনো স্পষ্ট নয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা এই মহুর্তে বলা যাচ্ছে না।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com