বানিয়াচংয়ে অটোরিকশা ও মিনিবাসের সংঘর্ষে নিহত ২
- আপডেটের সময় : ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
- / ৪৪৯ টাইম ভিউ
হবিগঞ্জের বানিয়াচংয়ে অটোরিকশা ও মিনিবাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।শুক্রবার বেলা ২টার দিকে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালারডুবা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, বানিয়াচং উপজেলার ভাটিপাড়া গ্রামের শিশিমন দাসের ছেলে সুদেব দাস (৪৫) ও বাহুবল উপজেলার কল্যানপুর গ্রামের বিমল পালের ছেলে পিযুষ পাল (২৮)। আহতদের নাম-পরিচয় জানা যায়নি এখনো।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বানিয়াচং থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি অটোরিকশা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমেধ্য কালারডুবা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের সাথে অটোরিকশারটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এতে আহত হন অটোরিকশায় থাকা আরও ৪ জন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এছাড়া নিহত দুজনের মরদেহ হবিগঞ্জ মর্গে রাখা হয়েছে।