বাজারে ব্যাপকভাবে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। পাবনার সুজানগরের হাট-বাজারে এ চিত্র দেখো গেছে। বলতে গেলে উপজেলার হাট-বাজারে নতুন পেঁয়াজের বন্যা। আর নতুন ওই পেঁয়াজ উঠার কারণে গত এক সপ্তাহের ব্যবধানে মণ প্রতি দাম কমেছে অর্ধেক। এতে ভোক্তাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
ছবি : সংগৃহীত
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ১০টি ইউনিয়নে আগাম মূলকাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৮০০ হেক্টর জমিতে। কিন্তু আবহাওয়া ভালো থাকায় আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ৫০ হেক্টর বেশি জমিতে। ইতিমধ্যে উপজেলার অধিকাংশ হাট-বাজারে ব্যাপকভাবে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে।
বুধবার সুজানগর পৌর বাজারের পেঁয়াজের হাটা সরেজমিন ঘুরে এই প্রতিবেদক জানান, পেঁয়াজের বাজারে ব্যাপক দর পতন ঘটেছে। উপজেলার গোপালপুর গ্রামের পেঁয়াজ চাষী আব্দুল মালেক বলেন গত সপ্তাহে পৌর বাজারসহ স্থানীয় হাট-বাজারে প্রতি মণ পুরোনো পেঁয়াজ বিক্রি হয়েছে ৭ থেকে সাড়ে ৮ হাজার টাকা দরে। আর মূলকাটা নতুন পেঁয়াজ বিক্রি হয়েছে ৪ থেকে ৫ হাজার টাকা দরে। কিন্তু মাত্র এক সপ্তাহের ব্যবধানে বর্তমানে ওই সকল হাট-বাজারে প্রতি মণ পুরোনো পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকা দরে আর মূলকাটা নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে আড়াই হাজার টাকা দরে। এ হিসাবে মণ প্রতি দাম কমেছে অর্ধেক।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ময়নুল হক সরকার বলেন, আগামী সপ্তাহ থেকে মূলকাটা নতুন পেঁয়াজ পুরাদমে উঠা শুরু হবে। এ সময় বাজার একদম স্বাভাবিক হয়ে যাবে।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com