ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
বাংলাদেশে কোটা আন্দোলনে হত্যার প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ করেছে বাংলাদেশী প্রবাসীরা প্রিয়জনদের মানসিক রোগ যদি আপনজন বুঝতে না পারেন আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে পর্তুগাল আওয়ামীলীগ যেকোনো প্রচেষ্টা এককভাবে সম্পন্ন করা সম্ভব নয়: দুদক সচিব শ্রীমঙ্গলে দুটি চোরাই মোটরসাইকেল সহ মিল্টন কুমার আটক পর্তুগালের অভিবাসন আইনে ব্যাপক পরিবর্তন পর্তুগাল বিএনপি আহবায়ক কমিটির জুমে জরুরী সভা অনুষ্ঠিত হয় এমপি আনোয়ারুল আজিমকে হত্যার ঘটনায় আটক তিনজন , এতে বাংলাদেশী মানুষ জড়িত:স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকাস্থ ইরান দুতাবাসে রাইসির শোক বইয়ে মির্জা ফখরুলের স্বাক্ষর

বাংলাদেশের প্রবৃদ্ধি ১.৬ শতাংশে নামতে পারে: বিশ্বব্যাংক

নিউজ ডেস্ক :
  • আপডেটের সময় : ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০
  • / ৪৪৪ টাইম ভিউ

নিউজ ডেস্ক:
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে। এমন পরিস্থিতিতে চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ১ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক। সোমবার রাতে বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস-২০২০ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, গত বছর বাংলাদেশের জিডিপি’র প্রবৃদ্ধি হয়েছিল রেকর্ড ৮.১৩ শতাংশ। দেশে করোনা সংকট সেই অবস্থা থেকে এবার নামিয়ে দিতে পারে মাত্র ১.৬ শতাংশে। কোভিড-১৯ বিশ্বজুড়ে তাণ্ডব চালানো কারণে দেশের শিল্পপণ্য উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে রপ্তানির পরিমাণও কমে গেছে। এছাড়া করোনাকালীন প্রবাসী আয়ও অনেক নিম্নমুখী।
বিশ্বব্যাংক জানায়, কোভিড-১৯ মহামারির কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পণ্য ভোগ ও উৎপাদন অত্যন্ত হ্রাস পেয়েছে। এসব অঞ্চলের পর্যটন ও অন্যান্য শিল্পখাত চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস-২০২০ প্রতিবেদনে আরও বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ধারাবাহিকভাবে লকডাউনের কারণে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপালসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ব্যক্তি পর্যায়ের ভোগ খুব কম হয়েছে। করোনার প্রাদুর্ভাবে বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান খাত পোশাকশিল্পে উৎপাদন, বিক্রি ও রপ্তানি তলানিতে নেমেছে। মহামারি নভেল করোনা ভাইরাসের কারণে নিকট ভবিষ্যতেই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দারিদ্র্যের কষাঘাত নেমে আসবে বলেও প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৬শে মার্চ থেকে দুই মাসের বেশি সময় চলা লকডাউনে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে। তখন বাংলাদেশ ৩.৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি পেতে পারে বলে আভাস দিয়েছিলো আইএমএফ।

পোস্ট শেয়ার করুন

বাংলাদেশের প্রবৃদ্ধি ১.৬ শতাংশে নামতে পারে: বিশ্বব্যাংক

আপডেটের সময় : ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০

নিউজ ডেস্ক:
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে। এমন পরিস্থিতিতে চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ১ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক। সোমবার রাতে বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস-২০২০ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, গত বছর বাংলাদেশের জিডিপি’র প্রবৃদ্ধি হয়েছিল রেকর্ড ৮.১৩ শতাংশ। দেশে করোনা সংকট সেই অবস্থা থেকে এবার নামিয়ে দিতে পারে মাত্র ১.৬ শতাংশে। কোভিড-১৯ বিশ্বজুড়ে তাণ্ডব চালানো কারণে দেশের শিল্পপণ্য উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে রপ্তানির পরিমাণও কমে গেছে। এছাড়া করোনাকালীন প্রবাসী আয়ও অনেক নিম্নমুখী।
বিশ্বব্যাংক জানায়, কোভিড-১৯ মহামারির কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পণ্য ভোগ ও উৎপাদন অত্যন্ত হ্রাস পেয়েছে। এসব অঞ্চলের পর্যটন ও অন্যান্য শিল্পখাত চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস-২০২০ প্রতিবেদনে আরও বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ধারাবাহিকভাবে লকডাউনের কারণে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপালসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ব্যক্তি পর্যায়ের ভোগ খুব কম হয়েছে। করোনার প্রাদুর্ভাবে বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান খাত পোশাকশিল্পে উৎপাদন, বিক্রি ও রপ্তানি তলানিতে নেমেছে। মহামারি নভেল করোনা ভাইরাসের কারণে নিকট ভবিষ্যতেই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দারিদ্র্যের কষাঘাত নেমে আসবে বলেও প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৬শে মার্চ থেকে দুই মাসের বেশি সময় চলা লকডাউনে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে। তখন বাংলাদেশ ৩.৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি পেতে পারে বলে আভাস দিয়েছিলো আইএমএফ।