আপডেট

x


বর্ণ শ্রমিক সূর্য দাস তপনের চিরবিদায়

মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ | ৬:০০ অপরাহ্ণ | 1245 বার

বর্ণ শ্রমিক সূর্য দাস তপনের চিরবিদায়

বর্ণ শ্রমিক কবি সূর্যদাশ তপন চিরবিদায় নিয়েছেন। তিনি একাধারে নৃত্যশিল্পি, কবি ও সাহিত্যিক।

সোমবার রাত ১১টার মৌলভীবাজার শহরের শহরের শ্রীমঙ্গলে একটি প্রাইভেট হাসপাতালে কার্ডিয়াক এ্যারেস্ট হয়ে মারা যান তার হাসপাতাল সুত্রে জানা যায়। মৃত্যকালে কবি সূর্যদাশ তপন ১ ছেলে ও স্ত্রীসহ অসংখ্য আত্বীয় স্বজন এবং অসংখ্য গুনগ্রাহি রেখে মারা গেছেন।



মঙ্গলবার শহরের সৈয়ারপুর শ্বসানঘাটে তাকে শেষ কৃতি অনুষ্ঠান সম্পন্ন করা হবে বলে তার পরিবার সূত্র থেকে জানা গেছে।

কবি সুর্য দাস তপন অসহায়, দিনমজুর ও হতদরিদ্র চা শ্রমিকদের জীবন যাপনের উন্নয়নে দিনমান কাজ করে গেছেন। অসহায় শিক্ষার্থীদের আলোর মিছিলে শরিক হয়ে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন আমৃত্যু। তিনি সুবিধাবঞ্চিত শিশুদেরকে সুশিক্ষিত করতে মৌলভীবাজারে গড়ে তুলেছেন র্বণকুড়ি শিশু পাঠশালা।#

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com