বগুড়া-৬ আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ।
রোববার (২ জুন) বিকেল ৪টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে তাকে প্রতীক বরাদ্দ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে প্রতীক বরাদ্দের চিঠি গ্রহণ করেন গোলাম মোহাম্মদ সিরাজ।
শায়রুল কবির বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দোয়া নিয়ে গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিকেলে চেয়ারপারসনের কার্যালয় থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে প্রতীক বরাদ্দ সংক্রান্ত চিঠি দিয়েছেন।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com