ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে নটর ডেম ক্যাথেড্রালের কাছে পুলিশের ওপর হামলা হয়েছে। লন্ডনের হামলার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার প্যারিসে এ হামলার ঘটনা ঘটল।পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী পুলিশের গুলিতে আহত হয়েছে।
পুলিশ আরো জানান, নটর ডেম ক্যাথেড্রালের বাইরে এক ব্যক্তি হাতুড়ি নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করার পর তাকে গুলি করা হয়।হামলাকারী বুকে আঘাত পেয়েছে বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যম। গণমাধ্যমে বলা হচ্ছে, হামলাকারী ক্যাথেড্রালের কাছে প্যারিসের পুলিশ সদর দপ্তরে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তার ওপর চড়াও হয়। এ সময় পুলিশের গুলির আওয়াজে দর্শণার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এতে আরো বলা হয়, পুলিশ এলাকাটি বন্ধ করে দিয়েছে এবং লোকজনকে দূরে সরে থাকতে বলেছে।প্যারিসে ২০১৫ সালে জঙ্গি হামলায় ১৩০ জন নিহত হবার পর থেকে ফ্রান্সে জরুরি অবস্থা জারি রয়েছে।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com