ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
বাংলাদেশে কোটা আন্দোলনে হত্যার প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ করেছে বাংলাদেশী প্রবাসীরা প্রিয়জনদের মানসিক রোগ যদি আপনজন বুঝতে না পারেন আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে পর্তুগাল আওয়ামীলীগ যেকোনো প্রচেষ্টা এককভাবে সম্পন্ন করা সম্ভব নয়: দুদক সচিব শ্রীমঙ্গলে দুটি চোরাই মোটরসাইকেল সহ মিল্টন কুমার আটক পর্তুগালের অভিবাসন আইনে ব্যাপক পরিবর্তন পর্তুগাল বিএনপি আহবায়ক কমিটির জুমে জরুরী সভা অনুষ্ঠিত হয় এমপি আনোয়ারুল আজিমকে হত্যার ঘটনায় আটক তিনজন , এতে বাংলাদেশী মানুষ জড়িত:স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকাস্থ ইরান দুতাবাসে রাইসির শোক বইয়ে মির্জা ফখরুলের স্বাক্ষর

ফুফু শেখ হাসিনার যে কথাতেই রাজনীতিতে পরশ

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ১২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
  • / ৩২৫ টাইম ভিউ

যুবলীগ একটি মাল্টিক্লাস সংগঠন। এখানে কেবল ছাত্রলীগের সাবেক প্রতিশ্রুতিশীল নেতারাই শুধু নয়, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিশ্রুতিশীল যুবকদের সম্মিলন ঘটে। টানা তিন মেয়াদে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে। যে কারণে ক্ষমতাসীন সংগঠনের সহযোগী সংগঠন হিসাবে যুবলীগের সাংগঠনিক পরিচয়ে কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। এর দায় তো সংগঠনের না, এর দায় নেতৃত্বের। তাই আগামী দিনে সংগঠনের ভাবমূর্তির সংকট কাটিয়ে উঠতে যুবলীগের মতো সৃষ্টিশীল নির্ভীক নেতৃত্বই উপহার দিয়েছেন যুবলীগের সাংগঠনিক অভিভাবক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুবলীগের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে শামস পরশ।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবলীগের সপ্তম কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন শেষে এ ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ছোটবেলায় মা, বাবাকে হারিয়েছেন পরশ। অভিমান থেকেই রাজনীতি থেকে দূরে সরে ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি একটি স্বাধীন দেশকে জন্ম দিয়েছেন। তাকে এই দেশের মানুষ সপরিবারে মেরে ফেলেছে। তাই রাজনীতি থেকে দূরে ছিলেন শিক্ষিত মার্জিত পরশ।

জানা যায়, প্রথমে পরশ অনাগ্রহী ছিলেন দায়িত্ব নিতে। শেখ হাসিনা তাকে ডেকে নেন। কাছে নিয়ে বোঝান রাজনীতি তাকে কেন করতে হবে। তার বাবা রাজনীতির জন্য প্রাণ দিয়েছেন। কিন্তু শেখ হাসিনা এখনো মানুষের সেবার জন্যই বেঁচে আছেন। এই পরিবার মানুষের সেবার জন্যই। শেখ হাসিনার কথা ফেলতে পারেননি পরশ।

দায়িত্ব পেয়ে তিনি বলেছেন, আমরা সবাই সমান। আমরা সবাই আওয়ামী লীগের কর্মী। নেতা নয় একজন সাধারণ মানুষ হিসেবে দায়িত্ব পালন করবো।

সোনালীনিউজ/এইচএন

পোস্ট শেয়ার করুন

ফুফু শেখ হাসিনার যে কথাতেই রাজনীতিতে পরশ

আপডেটের সময় : ১২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯

যুবলীগ একটি মাল্টিক্লাস সংগঠন। এখানে কেবল ছাত্রলীগের সাবেক প্রতিশ্রুতিশীল নেতারাই শুধু নয়, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিশ্রুতিশীল যুবকদের সম্মিলন ঘটে। টানা তিন মেয়াদে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে। যে কারণে ক্ষমতাসীন সংগঠনের সহযোগী সংগঠন হিসাবে যুবলীগের সাংগঠনিক পরিচয়ে কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। এর দায় তো সংগঠনের না, এর দায় নেতৃত্বের। তাই আগামী দিনে সংগঠনের ভাবমূর্তির সংকট কাটিয়ে উঠতে যুবলীগের মতো সৃষ্টিশীল নির্ভীক নেতৃত্বই উপহার দিয়েছেন যুবলীগের সাংগঠনিক অভিভাবক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুবলীগের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে শামস পরশ।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবলীগের সপ্তম কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন শেষে এ ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ছোটবেলায় মা, বাবাকে হারিয়েছেন পরশ। অভিমান থেকেই রাজনীতি থেকে দূরে সরে ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি একটি স্বাধীন দেশকে জন্ম দিয়েছেন। তাকে এই দেশের মানুষ সপরিবারে মেরে ফেলেছে। তাই রাজনীতি থেকে দূরে ছিলেন শিক্ষিত মার্জিত পরশ।

জানা যায়, প্রথমে পরশ অনাগ্রহী ছিলেন দায়িত্ব নিতে। শেখ হাসিনা তাকে ডেকে নেন। কাছে নিয়ে বোঝান রাজনীতি তাকে কেন করতে হবে। তার বাবা রাজনীতির জন্য প্রাণ দিয়েছেন। কিন্তু শেখ হাসিনা এখনো মানুষের সেবার জন্যই বেঁচে আছেন। এই পরিবার মানুষের সেবার জন্যই। শেখ হাসিনার কথা ফেলতে পারেননি পরশ।

দায়িত্ব পেয়ে তিনি বলেছেন, আমরা সবাই সমান। আমরা সবাই আওয়ামী লীগের কর্মী। নেতা নয় একজন সাধারণ মানুষ হিসেবে দায়িত্ব পালন করবো।

সোনালীনিউজ/এইচএন