ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে মৌলভীবাজারে সংহতি সমাবেশ | দেশদিগন্ত
- আপডেটের সময় : ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
- / ৪৩৫ টাইম ভিউ
মুক্তিকামী ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১৭ অক্টোবর জেলা শহরে উলামা পরিষদ মৌলভীবাজারের উদ্যোগে ফিলিস্তিনের মুসলমানদের প্রতি ইসরায়েল কর্তৃক আগ্রাসনের প্রতিবাদে আলোচনা সভা ও মজলুম ফিলিস্তিনিদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সংহতি সমাবেশ পালিত হয়।
সকাল ১১ টায় জেলা শহরে ব্যাপক উপস্থিতিতে মিছিল দিয়ে টাউন ঈদগাহ মাঠে সংহতি সমাবেশ পালন করা হয়। উলামা পরিষদ মৌলভীবাজারের সভাপতি মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভীর সভাপতিত্বে সংহতি সমাবেশে অংশগ্রহণ করেন আলেম,উলামা, ছাত্র ও সাধারণ জনতা।
এদিকে বড়লেখায়ও অনুষ্ঠিত হয় সংহতি সমাবেশ। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা শহরে পালিত হয় এই সমাবেশ। বড়লেখা উপজেলা জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জমিয়তের সভাপতি মাওলানা বদরুল ইসলাম। এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা ইমামুদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মুখলিসুর রহমান, শ্রমিক জমিয়ত মৌলভীবাজার জেলা আহবায়ক মুফতি জামিল কাসেমী প্রমুখ।