আপডেট

x


ফাইনালে ঢাকা ডায়নামাইটস

শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০১৭ | ১১:৫৪ অপরাহ্ণ | 1576 বার

ফাইনালে ঢাকা ডায়নামাইটস

ফাইনালে উঠলো ঢাকা ডায়নামাইটস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে উড়িয়ে দিয়ে শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ৯৬ রানের বিশাল জয় পেয়েছে সাকিব আল হাসানের দল।কুমিল্লা হারলেও ফাইনালে উঠতে আগামী ১০ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় এলিমিনেটর ম্যাচে জয়ী দল রংপুর রাইডার্সকে হারাতে হবে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ঢাকা ডায়নামাইটসের দেয়া ১৯২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ৯৫ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন অধিনায়ক তামিম ইকবাল। ঢাকা ডায়নামাইটসের পক্ষে মোসাদ্দেক হোসেন সৈকত ২টি, সাকিব আল হাসান ২টি, সুনিল নারিন ১টি, শহীদ আফ্রিদি ৩টি ও আবু হায়দার রনি ১টি করে উইকেট নেন।  কুমিল্লা ভিক্টোরিয়ান্স ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায়। ‘ডাক’ মেরে বোলার মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে ক্যাচ হন লিটন দাস।দ্বিতীয় ওভারে জস বাটলারকে বোল্ড করেন সাকিব আল হাসান। পঞ্চম ওভারে ইমরুল কায়েসকে বোল্ড করেন মোসাদ্দেক হোসেন সৈকত।দলীয় ৫৫ রানে আবু হায়দার রনির বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন মারলন স্যামুয়েলস।ইনিংসের দশম ওভারে তামিম ইকবাল ও ডোয়াইন ব্রাভোকে আউট করেন শহীদ আফ্রিদি। তামিম ইকবাল স্ট্যাম্পিং হন। আর ডোয়াইন ব্রাভো এলবিডব্লিউ হন।১১তম ওভারে রান আউট হন মোহাম্মদ সাইফউদ্দিন। ১৩তম ওভারে সাকিব আল হাসানের বলে আবু হায়দার রনির হাতে ধরা পড়েন শোয়েব মালিক।১৭তম ওভারে সুনিল নারিনের বলে স্ট্যাম্পিং হন হাসান আলী। ১৮তম ওভারে শহীদ আফ্রিদির বলে এভিন লিউইসের হাতে ক্যাচ হন আল-আমিন হোসেন।  এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে ঢাকা ডায়নামাইটস।দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন এভিন লিউইস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে হাসান আলী ৩টি, শোয়েব মালিক ১টি ও ডোয়াইন ব্রাভো ২টি করে উইকেট নেন।সংক্ষিপ্ত স্কোরফল: ৯৬ রানে জয়ী ঢাকা ডায়নামাইটস।ঢাকা ডায়নামাইটস ইনিংস: ১৯১/৭ (২০ ওভার)(মেহেদী মারুফ ৬, এভিন লিউইস ৪৭, জো ডেনলি ৩২, কাইরন পোলার্ড ৩১, সাকিব আল হাসান ৯, শহীদ আফ্রিদি ৩০, মোসাদ্দেক হোসেন সৈকত ৩, সুনিল নারিন ৯*, জহুরুল ইসলাম ৩*; মেহেদী হাসান ০/৩৮, হাসান আলী ৩/১৬, মোহাম্মদ সাইফউদ্দিন ০/৩০, শোয়েব মালিক ১/২৮, ডোয়াইন ব্রাভো ২/৪৫, আল-আমিন হোসেন ০/২২)।কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইনিংস: ৯৫ (২০ ওভার)(তামিম ইকবাল ৩১, লিটন দাস ০, জস বাটলার ৫, ইমরুল কায়েস ৯, মারলন স্যামুয়েলস ৬, শোয়েব মালিক ৭, ডোয়াইন ব্রাভো ০, মোহাম্মদ সাইফউদ্দিন ০, হাসান আলী ১৬, মেহেদী হাসান ১৫*, আল-আমিন হোসেন ০; মোসাদ্দেক হোসেন সৈকত ২/২৪, সাকিব আল হাসান ২/১৯, সুনিল নারিন ১/৯, শহীদ আফ্রিদি ৩/১৬, আবু হায়দার রনি ১/১৪, সাদ্দাম হোসেন ০/১০)।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com