আপডেট

x


ফলো আপ: সারা বাংলা(ssc-91)প্রথম মিলন মেলায়-এডমিন বন্ধু(SalmaZabunnesa) টান্ডা মাথার তাত্ত্বিক গঠনমুলক বক্তব্য:

বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ১০:১২ অপরাহ্ণ | 1154 বার

ফলো আপ: সারা বাংলা(ssc-91)প্রথম মিলন মেলায়-এডমিন বন্ধু(SalmaZabunnesa) টান্ডা মাথার তাত্ত্বিক গঠনমুলক বক্তব্য:

শাহ ইসমাইল নিজস্ব প্রতিনিধি: (১৫-২-২০২০)ঢাকা শেরে বাংলা কৃর্ষবিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম।

সারা দিনের কর্মব্যস্ততার মাঝে আমি ফিরে আসি বন্ধু তোমাদের কাছে আমাদের এই সারাবাংলা । সে এক প্রচণ্ড আকর্ষণে। আজ 29 বছর পর batchmate 91 এই সম্পর্কটাই যে আমাদের কে এতটা আবেগপ্রবণ করে তুলবে তা এই প্লাটফর্ম এ না আসলে বুঝতেই পারতাম না।
এখানে এসে আমরা এমন বন্ধুদের পেয়েছি যারা স্বমহিমায় উদ্ভাসিত। স্বযোগ্যতাই প্রতিষ্ঠিত। আবার এমন ও বন্ধু আছে যারা প্রতিষ্ঠার লড়াই এ এখনো লড়ে যাচ্ছে । আমরা চাই সেই বন্ধুদের পাশে গিয়ে দাড়াতে।
সারা বাংলা 91 আমরা এমন একটা প্লাটফর্ম তৈরী করবো যেখানে আমাদের কোন বন্ধু বিনা চিকিতসায় মারা যাবে না। দারিদ্র তার বেড়াজালে নিজেকে লুকিয়ে রাখবেনা আমাদের কোন বন্ধু। সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক আমরা 91 তার পাশে গিয়ে দাড়াবো। তার সাহায্যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেব।
বন্ধুত্ব হোক বিশ্বস্ততার
বন্ধুত্ব হোক মমতার
বন্ধুত্ব হোক ভালবাসার বন্ধনে।
আমরাই বন্ধু বন্ধনে 91



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com