আপডেট

x


ফলোআপ কুলাউড়ায় ধর্ষন মামলার আসামী পরিমলের জামিন না মঞ্জুর।

শুক্রবার, ১২ জুলাই ২০১৯ | ১১:১৮ অপরাহ্ণ | 743 বার

ফলোআপ কুলাউড়ায় ধর্ষন মামলার আসামী পরিমলের জামিন না মঞ্জুর।

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে ফৌজদারী মামলা নং ৮১২/১৯ তারিখ ১০ জুন ও মামলা নং ১০০৩/১৯ গত ১১ জুলাই ডিএনএ রির্পোট না আসায় জামিন না মাঞ্জুর করেছে আদালত।

জানাযায়, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চাঁন্দগাও গ্রামের বাবুল দেব নাথের ছেলে রাজনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরিমল দেব নাথকে একই গ্রামের মৃত রাজেন্দ্র দেব নাথের মেয়ে শিল্পী রানী দেব নাথের কুলাউড়া থানায় দায়ের করা মামলা নং ০২ তারিখঃ ০২/০৫/২০১৯ ইং ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০(সংশোধন ০৩) এর ৯(১)৩০ ধারা মতে কুলাউড়া থানা পুলিশ গ্রেপ্তার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ হলে পর পর তিন বার জামিন না মাঞ্জুর করা হলে আবারও জেল হাজতে পরিমল দেবনাথ।



মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com