আপডেট

x


ফখরুলের গলায় টাকার মালা

সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮ | ৯:৩২ অপরাহ্ণ | 915 বার

ফখরুলের গলায় টাকার মালা

দেশদিগন্ত নিউজ ডেস্ক:  ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গলায় টাকার মালা পরিয়ে দিলেন এলাকাবাসী। এসময় মির্জা ফখরুল জনগণের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান।

রোববার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শিবগঞ্জ সিনিয়র দাখিল মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় এ দৃশ্য দেখা যায়।



সভায় মির্জা ফখরুলের উপস্থিত হওয়ার সাথে সাথে ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। মঞ্চে উঠার পরপরই স্থানীয় কয়েকজন এলাকাবাসী টাকার মালা নিয়ে আসেন এবং ফখরুলের গলায় পরিয়ে দেন।

ভোটারদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘ভোটের দিন সকাল সকাল যাবেন ভোট কেন্দ্রে; এরপর ভোট দিয়ে ভোট কেন্দ্র পাহারা দিবেন; আর গণনা শেষে ভোটের ফল নিয়ে আসবেন। তা না হলে পাল্টে দিতে পারে; পাল্টে যেতে দিবেন না। ধানের শীষের জোয়ার সারা বাংলাদেশে উঠেছে; এই জোয়ার কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ পরাজিত হবে এবং ধানের শীষের বিজয় হবে।’

সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আব্দুল হান্নান হান্নু, সাংগঠনিক সম্পাদক এসএম মজিদুল ইসলাম, সদর থানা যুবদলের সাংগঠনিক সম্পদাক রেজাউল করিম লিটন, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com