প্রয়াত যুব নেতা আজমল আলী শামীম স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল কুলাউড়া বিএনপির
- আপডেটের সময় : ০২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯
- / ৮৪৭ টাইম ভিউ
নাজমুল বারী সোহেল ঃ কুলাউড়া উপজেলা বি এন পির আয়োজনে কুলাউড়া চৌমুহনীস্ত আজমল আলী শামীম স্মরনে আলোচনা সভা চৌমুহনিস্ত কার্যালয়ে সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান এর পরিচালনায়, বক্তব্য রাখেন উপজেলা বি এন পি নেতা ভুকশিমইল ইউনিয়ন চেয়ারম্যান আজিজুর রহমান মনির, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম,ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল মুহিত বাবলু, ছাত্রদলের সভাপতি এম ফয়েজ উদ্দিন,সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা,কলেজ ছাত্রদল নেতা সাইফুল, প্রজন্মদল সভাপতি আতিক।
উপস্থিত ছিলেন উপজেলা বি এন পি নেতা রফিক মিয়া ফাতু, শেখ শহীদুল্লাহ,নজরুল ভাই, দেলওয়ার হুসেন,আং মুক্তাদির মনু,শ্রমিকদল সভাপতি সিরাজ উদ্দিন বলু ,খুরশেদ আলম,কুলাউড়া ইউনিয়ন সম্পাদক আনহার হুসাইন, কাদিপুর সম্পাদক লুৎফর রহমান, তাতীদল সভাপতি আব্দুল মুনিম ডেনী, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ন-আহ্বায়ক সুরমান আহমেদ, যুবদল নেতা মস্তফা মাহমুদ, কলেজ ছাত্রদলের সিঃ যুগ্ন আহ্বায়ক সিপার আহমদ সহ অন্যরা।
উল্লেখঃ তিনি এক মর্মান্তিক দুঘটনায় মৃতু গ্রহণ করেন। এক বছর আগে এই দিনি প্রয়াত ছাত্র দলের সভাপতি ও যুব দলের সিঃ যুগ্ম আহবায়ক আজমল আলী শামীমকে মৃত অবস্থায় গাজীপুর চা বাগানের ফুলতলা রোডে জুড়ি সীমানায় পাওয়াযায়।