ঢাকা , সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন লন্ডন বিএনপি নেতা শরফুকে শ্রীমঙ্গলে গণ সংবর্ধনা ইতালির মানতোভা শহরে দুইদিনব্যাপী দূতাবাস সেবা অনুষ্ঠিত ,প্রায় আট শতাধিক প্রবাসীরা এই ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেন ইতালিতে এমপি প্রার্থী প্রফেসর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম কে চাঁদপুরবাসীর সংবর্ধনা দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত কুলাউড়া বিএনপির ১৩ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা, সমন্বয়কদের দায়িত্ব বন্টন কুলাউড়ায় রাজাপুরে বালু উত্তোলন বন্ধ ও সেতু রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে ইতালির তরিনোতে সিলেট বিভাগ ঐক্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব পর্তুগালে মানবিক সেচ্ছাসেবী সংগঠন “সদিচ্ছা ফাউন্ডেশন” এর লোগো সম্বলিত টি শার্ট উন্মোচন

প্রসঙ্গ সিলেটের জনগনের নিরাপত্তা নিয়ে।

মান্না সরদার ইতালী থেকে :
  • আপডেটের সময় : ১১:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯
  • / ৬৯৫ টাইম ভিউ

মান্না সরদার ইতালী থেকে :    চারিদিকে শুধু উন্নয়নে বন্যা আমরা সাধারণ জনগন দেখতেপাচ্ছি, বর্তমান ভোটার বিহীন সরকারের কাছ থেকে। কোন দিকে উন্নয়নের শেষ নাই বাংলাদেশের। উন্নয়ন শুধু সরকারই বলচে,বাস্তবে দেশের মানুষ নিরাপত্তার কারণে মরছে, এ কি অবস্তা আমদের সোনার বাংলাদেশের। যখন আমরা জাতীয় সংগীত গান গায়, তখন আমরা বলি আমার সোনার বাংলা আমি তুমায় ভালোবাশি। আমরা কি এই কথাটি মূল্য দিতে পেরেছি সকারের কাচে আমার ? । আমি বলবো এই সরকারের কাছে দেশের জনগনের কোন মুল্য নেই বললেই চলে। চারিদিকে শুধু ভেজাল আর দুর্নীতি বরে গেছে দেশের ভিতরে। মানুষ বাঁচার জন্য যে তিন বেলা খাবার খায় সেকানে বেজাল। মানুষ বাচার জন্য হসপিটালে জায় সেকানে ও চলে দুর্নীতি। মানুষ বাচার যে ডাক্তারের কাচে যায় সে ডাক্তার গুলো দেখা জায় অবৈধ লাইসেন্স ভিহিন ঠিক সরকারে মত। দেশের মানুষ বাচার জন্য যে ওষুধ কিনে খায় সেকানে থাকে মেয়াদোত্তীর্ণ। বাচ্চা শিশু ইস্কুলে জেতে হলে ঘড় তেকে জখন বের হয় মা বাবা তাকেন অস্তির। আর নয় কখনো কি আবার নুসরাতের মতো দর্শনের নি শিকার হয়। বাসাত থেকে বের হলে , মা, বাবা,বাভে কখনো কি গুম হয়ে জায় আমার ছেলে। রাস্তা গাটে চলার পথে কখন কোন কি বিপদে পরে তার কোন সেষ নাই।কারন জারা আমাদের কে নিরাপত্তা দিভে ওদের কে দেখলে মানুষ এখন ভয় পায়। এক্সিডেন্টত আছেই আকাশ পথে, হউক আর স্থল পথে হউক। এবং কি দুর্নীতিতে ও শীর্ষ বাংালদেশ। সিক্কাকে মাদকের শক্তি ঢুকিয়ে ববি আজ হয়ে গেচে সম্রাট ৷ আজ মানুষের কোন দিকে নিরাপত্তা নাই বলে চলে। আজ আমার নিজ জন্ম স্তান কুলাউরাতে ট্রেন দুর্ঘটনায় এতো গুল মানুষ মারা গেল এর দায় বার কে নিভে সরকারে কাছে আমার ? কিন্তু এটা নতুন কিছু নয়। আর কয়েক বার এই সিলেট টু ঢাকার পথে ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছে সিলেটের মানুষ। সিলেটের জারা এম পি মিনিস্টার সরকারি দায়িত্ব নিয়ে কাজ করেন থাহাদের কে আমি আহবান করব তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে।পরিশেষে বলবো গত কাল মর্মান্তিক ট্রেন দূর ঘটনায় যারা নিহত ও আহত হয়েছেন,তাদের পাশে সাহায্য সহযোগিতা করার জন্য কুলাউড়ার প্রশাসন, আমদের যুব সমাজ,আমদের স্তানিয় রাজনীতিবিদ,আমদের স্বাস্থ্য অধিদপ্তর কে ধন্যবাদ জানাচ্ছি। গতকাল জারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং জারা আহত হয়ে ছেন ওরা জেন সুস্থ সুন্দর ভাবে ঘরে ফিরতে পারে তাহাদের প্রতি একান্ত আমার দোয়া রহিলো, আমিন,,।

পোস্ট শেয়ার করুন

প্রসঙ্গ সিলেটের জনগনের নিরাপত্তা নিয়ে।

আপডেটের সময় : ১১:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯

মান্না সরদার ইতালী থেকে :    চারিদিকে শুধু উন্নয়নে বন্যা আমরা সাধারণ জনগন দেখতেপাচ্ছি, বর্তমান ভোটার বিহীন সরকারের কাছ থেকে। কোন দিকে উন্নয়নের শেষ নাই বাংলাদেশের। উন্নয়ন শুধু সরকারই বলচে,বাস্তবে দেশের মানুষ নিরাপত্তার কারণে মরছে, এ কি অবস্তা আমদের সোনার বাংলাদেশের। যখন আমরা জাতীয় সংগীত গান গায়, তখন আমরা বলি আমার সোনার বাংলা আমি তুমায় ভালোবাশি। আমরা কি এই কথাটি মূল্য দিতে পেরেছি সকারের কাচে আমার ? । আমি বলবো এই সরকারের কাছে দেশের জনগনের কোন মুল্য নেই বললেই চলে। চারিদিকে শুধু ভেজাল আর দুর্নীতি বরে গেছে দেশের ভিতরে। মানুষ বাঁচার জন্য যে তিন বেলা খাবার খায় সেকানে বেজাল। মানুষ বাচার জন্য হসপিটালে জায় সেকানে ও চলে দুর্নীতি। মানুষ বাচার যে ডাক্তারের কাচে যায় সে ডাক্তার গুলো দেখা জায় অবৈধ লাইসেন্স ভিহিন ঠিক সরকারে মত। দেশের মানুষ বাচার জন্য যে ওষুধ কিনে খায় সেকানে থাকে মেয়াদোত্তীর্ণ। বাচ্চা শিশু ইস্কুলে জেতে হলে ঘড় তেকে জখন বের হয় মা বাবা তাকেন অস্তির। আর নয় কখনো কি আবার নুসরাতের মতো দর্শনের নি শিকার হয়। বাসাত থেকে বের হলে , মা, বাবা,বাভে কখনো কি গুম হয়ে জায় আমার ছেলে। রাস্তা গাটে চলার পথে কখন কোন কি বিপদে পরে তার কোন সেষ নাই।কারন জারা আমাদের কে নিরাপত্তা দিভে ওদের কে দেখলে মানুষ এখন ভয় পায়। এক্সিডেন্টত আছেই আকাশ পথে, হউক আর স্থল পথে হউক। এবং কি দুর্নীতিতে ও শীর্ষ বাংালদেশ। সিক্কাকে মাদকের শক্তি ঢুকিয়ে ববি আজ হয়ে গেচে সম্রাট ৷ আজ মানুষের কোন দিকে নিরাপত্তা নাই বলে চলে। আজ আমার নিজ জন্ম স্তান কুলাউরাতে ট্রেন দুর্ঘটনায় এতো গুল মানুষ মারা গেল এর দায় বার কে নিভে সরকারে কাছে আমার ? কিন্তু এটা নতুন কিছু নয়। আর কয়েক বার এই সিলেট টু ঢাকার পথে ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছে সিলেটের মানুষ। সিলেটের জারা এম পি মিনিস্টার সরকারি দায়িত্ব নিয়ে কাজ করেন থাহাদের কে আমি আহবান করব তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে।পরিশেষে বলবো গত কাল মর্মান্তিক ট্রেন দূর ঘটনায় যারা নিহত ও আহত হয়েছেন,তাদের পাশে সাহায্য সহযোগিতা করার জন্য কুলাউড়ার প্রশাসন, আমদের যুব সমাজ,আমদের স্তানিয় রাজনীতিবিদ,আমদের স্বাস্থ্য অধিদপ্তর কে ধন্যবাদ জানাচ্ছি। গতকাল জারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং জারা আহত হয়ে ছেন ওরা জেন সুস্থ সুন্দর ভাবে ঘরে ফিরতে পারে তাহাদের প্রতি একান্ত আমার দোয়া রহিলো, আমিন,,।