প্রধানমন্ত্রীর দোয়া নিলেন কুয়েত প্রবাসী নব নির্বাচিত সংসদ সদস্য পাপুল

- আপডেটের সময় : ০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ জানুয়ারী ২০১৯
- / ১৫৬৩ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্ক: লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বুধবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় তার সহধর্মিনী সেলিনা ইসলাম তার সঙ্গে উপস্থিত ছিলেন। ৩ জানুয়ারী শপথ নেয়ার পর নির্বাচিত এলাকাসহ জেলাবাসীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন পাপুল। তিনি সকলের দোয়া কামনা ও সহযোগিতা চেয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মোহাম্মদ শহিদ ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। লক্ষ্মীপুর-২ আসনে মহাজোটের লাঙল প্রতীকের প্রার্থী প্রাক্তন সংসদ সদস্য মোহাম্মদ নোমান মাঝ পথে এসে নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরে স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ শহিদ ইসলামকে আওয়ামী লীগসহ সমর্থন দেয় মহাজোট। প্রধানমন্ত্রীর দোয়া নিলেন নব নির্বাচিত সংসদ সদস্য পাপুল প্রধানমন্ত্রীর দোয়া নিলেন নব নির্বাচিত সংসদ সদস্য পাপুল