ঢাকা , রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
বিএনপি পর্তুগাল শাখার উদ্যোগে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত! বন্যার্ত মানুষের ত্রান তহবিলের জন্যে ৬ লাখ পঞ্চাশ হাজার টাকা ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেজা শাখার কর্মি সম্মেলন অনুষ্ঠিত বিমানের নতুন চেয়ারম্যান কুলাউড়ার আব্দুল মুয়ীদ চৌধুরী খালেদা জিয়ার সুস্থতা ও ২৪ কোটা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল পর্তুগালে রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটির আত্মপ্রকাশ পর্তুগাল বিএনপি’র আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে দোয়া ও মাহফিল সম্পন্ন বিমূর্ত সব মুর্হুতরা, আমার মা’য়ের সাথের শেষ শনিবার – শাহারুল কিবরিয়া বাংলাদেশে কোটা আন্দোলনে হত্যার প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ করেছে বাংলাদেশী প্রবাসীরা প্রিয়জনদের মানসিক রোগ যদি আপনজন বুঝতে না পারেন আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

রোহিঙ্গা ঢল অব্যাহত থাকায় ভয়াবহ বিপর্যয়ের মুখে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭
  • / ১২৬৪ টাইম ভিউ

মিয়ানমারে সংঘাত সৃষ্টির ৫০ দিন পরও রোহিঙ্গা ঢল অব্যাহত থাকায় বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ার আশংকা করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে মিয়ানমারে সংঘাত বন্ধ হওয়া সত্বেও হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশমুখী হওয়াকে দেশের জন্য অশনি সংকেত হিসেবেই দেখছেন তারা। এদিকে নতুন করে এ অনুপ্রবেশের ঘটনা রোহিঙ্গাদের বাংলাদেশে স্থায়ী হওয়ার বিশেষ কৌশল বলেই মনে করছেন বিজিবি কর্মকর্তারা।
রোববার সকাল থেকে ৫০ হাজারের বেশি রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে চলে আসে। আরো অন্তত ৭০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় মিয়ানমার সীমান্তের ৭টি পয়েন্টে অবস্থান নিয়ে আছে।
গত পহেলা অক্টোবরের পর থেকে প্রতিদিনই হাজার হাজার রোহিঙ্গা বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঢুকছে। নতুন করে রোহিঙ্গাদের বাংলাদেশমুখী এ ঢলকে অর্থনীতির জন্য বিপর্যয়কর বলে মনে করেন অর্থনীতিবিদ প্রফেসর ড. সিকান্দার খান।
তিনি বলেন, ‘বাড়তি দশ লাখ মানুষকে খাওয়ানোর মত সঙ্গতি আমাদের নেই। এদের বাস স্থান আমরা কোথায় দেব? যদি দীর্ঘদিন ধরে এরা থাকে তাহলে বাংলাদেশ বড় সংকটে পড়বে।’
নতুন আসা ৫ লাখের ওপর রোহিঙ্গার জন্য দেশি-বিদেশি সহায়তায় খাবারের পাশাপাশি বসতি স্থাপনেরও ব্যবস্থা করেছে সরকার। এসব সুবিধার কারণে রোহিঙ্গারা বাংলাদেশে আসার চেষ্টা করছে বলে মনে করে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি।
৩৪ বিজিবি উপ পরিচালক ক্যাপ্টেন রুবেল বলেন, ‘এখানে যারা চলে এসেছিল তাদের পরিবার যারা মিয়ানমারে থেকে গিয়েছিলো তাদেরকে বোধ হয় তারা ডেকে ডেকে আনছে।’
ব্যাপক হারে রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে সৃষ্ট সামাজিক বিশৃঙ্খলা এড়াতে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদের ফেরত পাঠানোর তাগিদ দেন সমাজ বিজ্ঞানী চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন।

পোস্ট শেয়ার করুন

রোহিঙ্গা ঢল অব্যাহত থাকায় ভয়াবহ বিপর্যয়ের মুখে বাংলাদেশ

আপডেটের সময় : ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭

মিয়ানমারে সংঘাত সৃষ্টির ৫০ দিন পরও রোহিঙ্গা ঢল অব্যাহত থাকায় বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ার আশংকা করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে মিয়ানমারে সংঘাত বন্ধ হওয়া সত্বেও হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশমুখী হওয়াকে দেশের জন্য অশনি সংকেত হিসেবেই দেখছেন তারা। এদিকে নতুন করে এ অনুপ্রবেশের ঘটনা রোহিঙ্গাদের বাংলাদেশে স্থায়ী হওয়ার বিশেষ কৌশল বলেই মনে করছেন বিজিবি কর্মকর্তারা।
রোববার সকাল থেকে ৫০ হাজারের বেশি রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে চলে আসে। আরো অন্তত ৭০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় মিয়ানমার সীমান্তের ৭টি পয়েন্টে অবস্থান নিয়ে আছে।
গত পহেলা অক্টোবরের পর থেকে প্রতিদিনই হাজার হাজার রোহিঙ্গা বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঢুকছে। নতুন করে রোহিঙ্গাদের বাংলাদেশমুখী এ ঢলকে অর্থনীতির জন্য বিপর্যয়কর বলে মনে করেন অর্থনীতিবিদ প্রফেসর ড. সিকান্দার খান।
তিনি বলেন, ‘বাড়তি দশ লাখ মানুষকে খাওয়ানোর মত সঙ্গতি আমাদের নেই। এদের বাস স্থান আমরা কোথায় দেব? যদি দীর্ঘদিন ধরে এরা থাকে তাহলে বাংলাদেশ বড় সংকটে পড়বে।’
নতুন আসা ৫ লাখের ওপর রোহিঙ্গার জন্য দেশি-বিদেশি সহায়তায় খাবারের পাশাপাশি বসতি স্থাপনেরও ব্যবস্থা করেছে সরকার। এসব সুবিধার কারণে রোহিঙ্গারা বাংলাদেশে আসার চেষ্টা করছে বলে মনে করে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি।
৩৪ বিজিবি উপ পরিচালক ক্যাপ্টেন রুবেল বলেন, ‘এখানে যারা চলে এসেছিল তাদের পরিবার যারা মিয়ানমারে থেকে গিয়েছিলো তাদেরকে বোধ হয় তারা ডেকে ডেকে আনছে।’
ব্যাপক হারে রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে সৃষ্ট সামাজিক বিশৃঙ্খলা এড়াতে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদের ফেরত পাঠানোর তাগিদ দেন সমাজ বিজ্ঞানী চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন।