আপডেট

x


প্রচারবিমূখ নিউর্য়ক প্রবাসী লিটন আহমেদের উদ্যোগ স্কুলছাত্রী তাহমিনা অপারেশন সম্পর্ন

সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯ | ৪:৪৪ অপরাহ্ণ | 950 বার

প্রচারবিমূখ নিউর্য়ক প্রবাসী লিটন আহমেদের উদ্যোগ স্কুলছাত্রী তাহমিনা অপারেশন সম্পর্ন

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ: প্রত্যেকেই তার নিজস্ব কিছু না কিছু গুনে গুনান্বিত হয়ে থাকে, থেমনি একজন যার অনেক পরিচয়ের মধ্যে সবচেয়ে বড় পরিচয় একজন সেবক। ৮০ দশকের কুলাউড়া ক্রীড়াঙ্গনের পরিচিত মূখ, সামাজিক ও সাংস্কৃতিক অংঙ্গনে ছিলো সমান দাপট, কুলাউড়ার সুপরিচিত সামাজিক সংগঠন জাতীয় তরুন সংঘের দুইবারের সাবেক সাধারন সম্পাদক লিটন আহমেদ ( যাকে সবাই ডাকবাংলোর ) হিসেবে পরিচিত । তাহমিনা বেগম (১২) ২য় শ্রেণির স্কুলছাত্রী। চোখের টিউমার র নিয়ে ক্রমেই অন্ধকারের দিকে তার আগামীর দিনগুলো এগাচ্ছিলো । তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিশুটির ছবিসহ ফেসবুক স্টেটাস টি নজর আসে লিটন আহমেদের, অপরিচিত চিনেন না সে কার কে শুধুমাত্র ফেসবুকে দেখেই শুরু হলো উনার দৌড়-ঝাপ উনার উদ্যোগে আরও তিন-চারজনের সহযোগিতায় নিউইয়র্ক প্রবাসীদের সাড়ায় ফিরে পেয়েছে সাবাবিক জীবন। তাহমিনা বেগম মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজাউল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করেন। চোখের উপরে একটি টিউমার নিয়ে প্রতিদিন বিদ্যালয়ে আসে। ক্রমে টিউমারটি বড় হতে থাকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবরিন সুলতানা চৌকুশ বুদ্ধিমত্বায় সামাজিক যোগাযোগ মাধ্যম বদৌলতে আমেরিকা প্রবাসী দুই/তিনজনের সহযোগিতায় তিনি শিশুটির চিকিৎসার ব্যয়ভার বহনে আগ্রহী হয়ে উঠেন। লিটন আহমদের সাথে জালালাবাদ এসাসিয়েশনের সাবেক সভাপতি ও বিশ্স্টি কমিউনিটি নেতা মোহাম্মদ কাইয়ুম, রাশিদুল চৌধুরী, সাহেদ চৌধুরী ও লুৎফুর রহমান মিলে তাহমিনা বেগমের অপারেশনের যাবতীয় ব্যয়ভার বহন করেন। তাদের আর্থিক অনুদানে ডা. মিফতাহুল হোসেনের তত্ত্বাবধানে তাহমিনার চোখে সফল অপারেশন হয়। বর্তমানে সে সম্পর্ন সুস্হ আছে



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com