ঢাকা , শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতেবিভিন্ন চক্রান্তে লিপ্ত আ’লীগ গ্রিন সিলেট ট্রাভেলসের আয়োজনে বাংলাদেশে পর্তুগাল দূতাবাস/কনসুলেট চেয়ে খোলা চিঠি স্বৈরাচার সরকার পতনের পর যুক্তরাজ্যে ফিরছেন সিলেট আওয়ামী লীগ নেতারা বিএনপি পর্তুগাল শাখার উদ্যোগে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত! বন্যার্ত মানুষের ত্রান তহবিলের জন্যে ৬ লাখ পঞ্চাশ হাজার টাকা ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেজা শাখার কর্মি সম্মেলন অনুষ্ঠিত বিমানের নতুন চেয়ারম্যান কুলাউড়ার আব্দুল মুয়ীদ চৌধুরী খালেদা জিয়ার সুস্থতা ও ২৪ কোটা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল পর্তুগালে রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটির আত্মপ্রকাশ পর্তুগাল বিএনপি’র আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে দোয়া ও মাহফিল সম্পন্ন বিমূর্ত সব মুর্হুতরা, আমার মা’য়ের সাথের শেষ শনিবার – শাহারুল কিবরিয়া

প্রকাশিত সংবাদের প্রতিবাদ!

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : ০২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
  • / ১২৮৫ টাইম ভিউ

সাম্প্রতি কয়েকটি অনলাইন গন্যমাধ্যম ও দৈনিকে প্রকাশিত রাৎগাঁও ইউপি সদস্য কর্তৃক অতি দরিদ্রদের জন্য (ইজিপিপি) কর্রমসূচীর আওতায় প্রকল্পের কাজে অনিয়ম ও টাকা আত্মসাৎ এর অভিযোগে যে সংবাদগুলো প্রকাশিত হয়েছে তা আমার দৃস্টি গোচর হয়েছে, যা সম্পুন মিথ্যা ও বানোয়াট। প্রকৃতপক্ষে এক বছর আগে এই প্রকল্পের কাজ শতভাগ সঠিকভাবে শেষ হলে (পি-আই) অফিস থেকে সেই কাজের বিলও দেওয়া হয়। সেই সময় এলাকার কিছু লোকজন কাজের অনিয়ম এনে আমার বিরুদ্বে কুলাউড়া ইউ্এনও বরাবরে একটি অভিযোগ দিয়েছিলেন, এর প্রেক্ষিতে কুলাউড়া জন স্বাস্থ্য অফিসের উপ- সহকারী প্রকৌশলী মো: মোহসিন সরেজমিন মাঠে তদন্ত করতে গেলে অভিযোগ কারী কেউ তখন উপস্থিত হোন নাই, আর অভিযোগের কপিতে যাদের স্বাক্ষর ছিলো এর মধ্যে কয়েকজন সরেজমিন এসে এসব স্বাক্ষর জাল বলে চিহ্নিত করেন। এরপর তদন্ত কর্মকর্তা এসব অভিযোগের কোনো সত্যতা না পেয়ে বিষয় মিথ্যা বলে গত ২৪ এপ্রিল ইউ্এনও বরাবরে রিপোর্ট প্রদান করেন। কিন্তু প্রায় ১০ মাস পর আমার বিরুদ্বে কে বা কাহারা সাংবাদিকদের ভূল তথ্য দিয়ে এসব মিথ্যা সংবাদ প্রকাশ করাচ্ছে। আমি বার বার আমার ওয়ার্ড থেকে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছি। প্রকৃতপক্ষে আমার রাজনীতি ও জনপ্রতিনিধির জনপ্রিয়তাকে হেয়-প্রণিত করতে এলাকার একটি মহল সবসমই সংবাদপত্র ছাড়াও সামাজিক যোগাযোগ ফেসবুকে ও আমার বিরুদ্বে প্রায়ই নানা কূসাৎ রটাচ্ছে। আমার বিরুদ্বে প্রকাশিত এসব সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মো: আনু মিয়া ইউপি সদস্য রাৎগাওঁ ইউনিয়ন পরিষদ, কুলাউড়া।

পোস্ট শেয়ার করুন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ!

আপডেটের সময় : ০২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯

সাম্প্রতি কয়েকটি অনলাইন গন্যমাধ্যম ও দৈনিকে প্রকাশিত রাৎগাঁও ইউপি সদস্য কর্তৃক অতি দরিদ্রদের জন্য (ইজিপিপি) কর্রমসূচীর আওতায় প্রকল্পের কাজে অনিয়ম ও টাকা আত্মসাৎ এর অভিযোগে যে সংবাদগুলো প্রকাশিত হয়েছে তা আমার দৃস্টি গোচর হয়েছে, যা সম্পুন মিথ্যা ও বানোয়াট। প্রকৃতপক্ষে এক বছর আগে এই প্রকল্পের কাজ শতভাগ সঠিকভাবে শেষ হলে (পি-আই) অফিস থেকে সেই কাজের বিলও দেওয়া হয়। সেই সময় এলাকার কিছু লোকজন কাজের অনিয়ম এনে আমার বিরুদ্বে কুলাউড়া ইউ্এনও বরাবরে একটি অভিযোগ দিয়েছিলেন, এর প্রেক্ষিতে কুলাউড়া জন স্বাস্থ্য অফিসের উপ- সহকারী প্রকৌশলী মো: মোহসিন সরেজমিন মাঠে তদন্ত করতে গেলে অভিযোগ কারী কেউ তখন উপস্থিত হোন নাই, আর অভিযোগের কপিতে যাদের স্বাক্ষর ছিলো এর মধ্যে কয়েকজন সরেজমিন এসে এসব স্বাক্ষর জাল বলে চিহ্নিত করেন। এরপর তদন্ত কর্মকর্তা এসব অভিযোগের কোনো সত্যতা না পেয়ে বিষয় মিথ্যা বলে গত ২৪ এপ্রিল ইউ্এনও বরাবরে রিপোর্ট প্রদান করেন। কিন্তু প্রায় ১০ মাস পর আমার বিরুদ্বে কে বা কাহারা সাংবাদিকদের ভূল তথ্য দিয়ে এসব মিথ্যা সংবাদ প্রকাশ করাচ্ছে। আমি বার বার আমার ওয়ার্ড থেকে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছি। প্রকৃতপক্ষে আমার রাজনীতি ও জনপ্রতিনিধির জনপ্রিয়তাকে হেয়-প্রণিত করতে এলাকার একটি মহল সবসমই সংবাদপত্র ছাড়াও সামাজিক যোগাযোগ ফেসবুকে ও আমার বিরুদ্বে প্রায়ই নানা কূসাৎ রটাচ্ছে। আমার বিরুদ্বে প্রকাশিত এসব সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মো: আনু মিয়া ইউপি সদস্য রাৎগাওঁ ইউনিয়ন পরিষদ, কুলাউড়া।