ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে দূতাবাস রোম পর্তুগাল জাসাসের আলিসবনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের আয়োজনে মহান বিজয় দিবস পালিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা করেছে সম্মিলিত নাগরিক কমিটি ভেনিস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনফালকনে গরিঝিয়া শাখা ইতালির আয়োজনে বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রোমে সিলেট বিভাগ জাতীয়তাবাদী যুবদল গঠন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রবাসীদের নিয়ে পঞ্চগ্রাম প্রবাসী উন্নয়ন ফোরামের ৭৭ বিশিষ্ট কমিটি গঠন সুয়েব এবং রুবিয়াত আফরিনা ১৮তম বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন অ্যামাজন জঙ্গলে কুলাউড়া বিএনপির দীর্ঘ যুগ পর কোন্দলের অবসান। ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার

প্যারিস বাংলা প্রেস ক্লাবের অভিষেক

দেশদিগন্ত :
  • আপডেটের সময় : ১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭
  • / ১৩০৫ টাইম ভিউ

ফ্রান্সে বসবাসরত বাংলা গণমাধ্যমকর্মীদের নিয়ে প্যারিস বাংলা প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠান জমকালো আয়োজনে অনুষ্টিত হয়েছে। প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী , বিশেষ অতিথি বিশিষ্ঠ মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদার , ফ্রান্সে ´নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হ্যাড অফ চেন্সরি হযরত আলী খাঁন , ওভারবিলিয়ে মেয়র সফিয়েন করিমি , ইল দ্যা ফ্রান্সের কমিউনিটি উপদেষ্টা বেনওয়া হেমার্ড ।

গত রবিবার প্যারিসের ওভারবিলিয়ে বিডি কমিনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে ছিলো ফ্রান্স প্রবাসীদের মিলন মেলা ।

প্রথমে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশন ও ফ্রান্স প্রবাসী প্রয়াত মরহুম মুহিত আহমদ ও বাংলাদেশের মহান মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা দিয়ে অনুষ্ঠানের শুরু হয় ।

অনুষ্টানের প্রথম পর্ব পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবু । সংগঠন এর অভিষেক উপলক্ষে প্রকাশিত স্মরণিকা কলম এর মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ।

22789067_1387351544689264_2789403031487391693_n

অনুষ্ঠানের শুরুতে ফ্রেঞ্চ ভাষায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সামসুল ইসলাম ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহির । এসময় ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা পুরস্কার নাইট উপাধিতে ভূষিত হওয়ার জন্য বিশিষ্ট মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদারকে ও প্রধান অতিথি ইকবাল সোবহান চৌধুরীকে প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেয়া হয় ।

এসময় সাংবাদিক ইকবাল সোবহান চোধুরী প্যারিস বাংলা প্রেসক্লাবের ভূয়সী প্রশংসা করে বলেন এই সংগঠন শুধু ফ্রান্স নয় ইউরোপের বাংলাদেশী কমিউনিটিকে নেতৃত্ব দেবে । সাংবাদিকদের উদ্দ্যেশে তিনি বলেন শুধু বাংলা মাধ্যমে নয় ইউরোপিয়ান গণমাধ্যমে কাজ করার চেষ্টা করা উচিৎ । অনুষ্ঠানের বিশেষ অতিথি পার্থ প্রতিম মজুমদার বলেন ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির ইতিহাসে অবশ্যই সাংবাদিকদের এ অনুষ্ঠান স্মরণীয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নয়ন মামুন ও সহসভাপতি ফেরদৌস করিম আখনজি,র যৌথ পরিচালনায় এসময় কবিতা আবৃতি করেন প্রেসক্লাবের সহসভাপতি ওমর ফারুক । নৃত্য পরিবেশন করে রুমানা , মৌমিতা , নিপসি , প্রিয়ন্তি , অনুষ্কা , নিধুয়া , আরশি , মানহা । গান পরিবেশন করেন ইউরোপের জনপ্রিয় শিল্পী দীপক , ইমতিয়াজ, এবি আহাদ ও খুদে শিল্পী নিপসি ও প্রিয়ন্তি। বাদ্যযন্ত্রে ছিলেন ভিকি গৌতুম, জিহান , কিম ।

22687656_1577499568978277_4092165642723836816_n

2

পোস্ট শেয়ার করুন

প্যারিস বাংলা প্রেস ক্লাবের অভিষেক

আপডেটের সময় : ১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭

ফ্রান্সে বসবাসরত বাংলা গণমাধ্যমকর্মীদের নিয়ে প্যারিস বাংলা প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠান জমকালো আয়োজনে অনুষ্টিত হয়েছে। প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী , বিশেষ অতিথি বিশিষ্ঠ মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদার , ফ্রান্সে ´নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হ্যাড অফ চেন্সরি হযরত আলী খাঁন , ওভারবিলিয়ে মেয়র সফিয়েন করিমি , ইল দ্যা ফ্রান্সের কমিউনিটি উপদেষ্টা বেনওয়া হেমার্ড ।

গত রবিবার প্যারিসের ওভারবিলিয়ে বিডি কমিনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে ছিলো ফ্রান্স প্রবাসীদের মিলন মেলা ।

প্রথমে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশন ও ফ্রান্স প্রবাসী প্রয়াত মরহুম মুহিত আহমদ ও বাংলাদেশের মহান মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা দিয়ে অনুষ্ঠানের শুরু হয় ।

অনুষ্টানের প্রথম পর্ব পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবু । সংগঠন এর অভিষেক উপলক্ষে প্রকাশিত স্মরণিকা কলম এর মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ।

22789067_1387351544689264_2789403031487391693_n

অনুষ্ঠানের শুরুতে ফ্রেঞ্চ ভাষায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সামসুল ইসলাম ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহির । এসময় ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা পুরস্কার নাইট উপাধিতে ভূষিত হওয়ার জন্য বিশিষ্ট মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদারকে ও প্রধান অতিথি ইকবাল সোবহান চৌধুরীকে প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেয়া হয় ।

এসময় সাংবাদিক ইকবাল সোবহান চোধুরী প্যারিস বাংলা প্রেসক্লাবের ভূয়সী প্রশংসা করে বলেন এই সংগঠন শুধু ফ্রান্স নয় ইউরোপের বাংলাদেশী কমিউনিটিকে নেতৃত্ব দেবে । সাংবাদিকদের উদ্দ্যেশে তিনি বলেন শুধু বাংলা মাধ্যমে নয় ইউরোপিয়ান গণমাধ্যমে কাজ করার চেষ্টা করা উচিৎ । অনুষ্ঠানের বিশেষ অতিথি পার্থ প্রতিম মজুমদার বলেন ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির ইতিহাসে অবশ্যই সাংবাদিকদের এ অনুষ্ঠান স্মরণীয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নয়ন মামুন ও সহসভাপতি ফেরদৌস করিম আখনজি,র যৌথ পরিচালনায় এসময় কবিতা আবৃতি করেন প্রেসক্লাবের সহসভাপতি ওমর ফারুক । নৃত্য পরিবেশন করে রুমানা , মৌমিতা , নিপসি , প্রিয়ন্তি , অনুষ্কা , নিধুয়া , আরশি , মানহা । গান পরিবেশন করেন ইউরোপের জনপ্রিয় শিল্পী দীপক , ইমতিয়াজ, এবি আহাদ ও খুদে শিল্পী নিপসি ও প্রিয়ন্তি। বাদ্যযন্ত্রে ছিলেন ভিকি গৌতুম, জিহান , কিম ।

22687656_1577499568978277_4092165642723836816_n

2