আপডেট

x


পূবালী ব্যাংকের ৬০ তম পূর্তিঁতে ব্রাহ্মনবাজার শাখার দিন ব্যাপী নানা আয়োজন

বুধবার, ০৬ নভেম্বর ২০১৯ | ৫:১৬ অপরাহ্ণ | 890 বার

পূবালী ব্যাংকের ৬০ তম পূর্তিঁতে ব্রাহ্মনবাজার শাখার দিন ব্যাপী নানা আয়োজন

ছয়ফুল আলম সাইফুলঃ বাংলাদেশ পূবালী ব্যাংকের ৬০ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে ৫ নভেম্বর মঙ্গলবার ব্রাহ্মণবাজার পূবালী ব্যাংক শাখার উদেগ্যো দিন ব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করে। ওইদিন নানান রংঙে আলোকিত আলোকসৃজ্জায় সৃজ্জিত করা হয় পুরু ব্যাংককে। ৬০ তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে ব্যাংকে আগত সকল গ্রাহককে মিস্টি মুখ করানোর পাশাপাশি ব্যাংকের প্রথম একাউন্ট হোল্ডার আব্দুস সবুরকে অর্ভথনা জানায় শাখা কৃর্তপক্ষ। এছাড়াও ওইদিন সন্ধার পর কেক কেটে ব্যাংকের ৬০ তম বর্ষপূর্তি অনুস্টান উদযাপন করা হয়। ব্রাহ্মনবাজার পূবালী ব্যাংকের ব্যাবস্থাপক সফিকুর রহমানের সভাপতিত্বে অঅনুস্টানে এসময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মনবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন। বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, বাবু সুর্দশন চৌধুরী, আপ্তাব মিয়া, ডা, দেবেন্দ্র কুমার চন্দ্র, আব্দুল বারী, এ কে এম শাহাজালাল, শাহাবুদ্দিন আহমেদ, নাহিদ হোসেন সহ অনান্য গ্রাহক ও ব্যাংকের সকল স্টাফ বৃ্ন্দ প্রমুখ।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com