আপডেট

x


পূজামণ্ডপ পরিদর্শন করলেন মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ

শনিবার, ০৫ অক্টোবর ২০১৯ | ১১:৩১ পূর্বাহ্ণ | 315 বার

পূজামণ্ডপ পরিদর্শন করলেন মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে নিয়ে বিভিন্ন পূজা মন্ডপগুলো পরিদর্শন করলেন মৌলভীবাজার পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ পিপিএম (বার)।
বুধবার (২ অক্টোবর) বিকেলে কুলাউড়ার শিববাড়ী সহ বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন তিনি।
এসময় সাথে ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) কাওসার দস্তগীর, ওসি (ডিবি) বিনয় ভুষন রায় ,কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীসহ অন্যান্য কর্মকর্তারা।
পূজা মন্ডপগুলো ঘুরে পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ বলেন,এবারের দূর্গা পূজায় মন্ডপগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে বলে জানান। প্রতিটি পূজা মন্ডপে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পূজাতে যাতে কোন ধরনের অশৃঙ্খলা না ঘটে সেজন্য সর্বস্তরের জনসাধারণকে সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, এ বছর কুলাউড়ায় ২১৭টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এসময় কুলাউড়ার শিববাড়ি পূজামণ্ডপের সভাপতি অসিম কুমার সোম তিলক ও আচার্জ পুলক সোমের হাতে আইনশৃঙ্খলা রক্ষার্থে নির্দেশনলিপি তুলে দেন এসপি ফারুক আহমেদ ।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com