আপডেট

x


পুলিশ জাদুঘরে গৌরবের অনন্য ইতিহাস

বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭ | ৫:৪৮ অপরাহ্ণ | 1407 বার

পুলিশ জাদুঘরে গৌরবের অনন্য ইতিহাস

রাজধানীর রাজারবাগের পুলিশ অডিটরিয়াম ভবন বাঁয়ে রেখে একটু এগোলেই চোখে পড়ে নান্দনিক এক স্থাপনা। এ ভবনে ঢুকতেই শ্রদ্ধায় নত হবেন যে কেউই। সারি সারি সাজানো মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মহামূল্যবান হাজারো স্মারক, দেয়ালজুড়ে বাঁধাই করা সম্মুখ সমরের দুর্লভ চিত্র। ‘বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’ এটি। জাদুঘরটির নানা স্মারক সাক্ষ্য দিচ্ছে মুক্তিযুদ্ধে অজানা অনেক গৌরবোজ্জ্বল ইতিহাসের। এ জাদুঘর যেন ‘ইতিহাসের এক জীবন্ত ঘর’।

বঙ্গবন্ধু গ্যালারি দিয়ে শুরু: গত ৭ মার্চ দুপুরে মূল গেট থেকে ১০ টাকায় টিকিট কেটে জাদুঘরের গেটে যেতেই খুলে গেল স্বয়ংক্রিয় কাচের দরজা। ভেতরে ঢুকেই বঙ্গবন্ধু গ্যালারি। দুর্লভ সব ছবি আর পোস্টারে পরিপাটি সাজানো পুরো গ্যালারি। দেয়ালে দেয়ালে নানা তথ্যচিত্র। গ্যালারি ঘুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অনেক অজানা তথ্যই মিলবে। এক পাশে রয়েছে অডিও ভিজ্যুয়াল সেন্টার। সেখানে বাজছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ আর ১৯৭৫ সালে প্রথম পুলিশ সপ্তাহে দেওয়া বঙ্গবন্ধুর বক্তৃতা। অডিও ভিজ্যুয়াল সেন্টারের পাশেই জাদুঘরের লাইব্রেরি। আলমারিতে থরে থরে সাজানো মুক্তিযুদ্ধবিষয়ক নানা বই। লাইব্রেরির অন্য কক্ষে সাজানো সুভেনির কর্নারে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের নানা প্রকাশনা ও স্মারক সাজানো।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com