পুলিশের মারধরে জ্ঞান হারাল এসএসসি পরীক্ষার্থী
- আপডেটের সময় : ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯
- / ৮৬৭ টাইম ভিউ
মাদারীপুরে এক এসএসসি পরীক্ষার্থীকে পুলিশ ও আরেক শিক্ষার্থীর অভিভাবকেরা নির্যাতন করেছে। আহত শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ডাসার থানাধীন সরকারি শেখ হাসিনা উইমেন্স একাডেমি পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী জাহিদ খানের সঙ্গে মিতু আক্তার নামে এক ছাত্রীর কথা কাটাকাটি হয়। পরীক্ষা শেষে জাহিদ কেন্দ্রের বাইরে যাওয়া মাত্র ওই শিক্ষার্থীর বাবা-ভাই মিলে তাকে মারধর শুরু করে। এ সময় তাদের সঙ্গে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও তাকে পিটিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে জাহিদ জ্ঞান হারিয়ে ফেললে তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে সহপাঠীরা।
তবে জাহিদের ভাই জহির খান ও তার সহপাঠীরা বলেন, পুলিশ জাহিদকে কলেজের একটি রুমে নিয়ে গিয়ে বেধরকভাবে পিটিয়ে আহত করে। পরে অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।