আপডেট

x


কুলাউড়ার প্রবাসী হোয়াটসআ্যপ গ্রুপের উদ্যোগে রমাদ্বান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ

রবিবার, ২৬ মে ২০১৯ | ৫:৫০ অপরাহ্ণ | 1064 বার

কুলাউড়ার প্রবাসী হোয়াটসআ্যপ গ্রুপের উদ্যোগে রমাদ্বান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ

ছয়ফুল আলম সাইফুলঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পাবই রজনপুর প্রবাসী হোয়াটসআ্যপ অনলাইন গ্রুপের উদ্যোগে ও অর্থায়নে রমাদ্বান উপলক্ষ্যে বিভিন্ন গ্রামের শতাধিক পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।



আজ রবিবার (২৬ মে) বিকাল ৪টায় পাবই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হাজীপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ তাহের আলীর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা প্রভাষক সালমান ইসলাম সোহাইলের পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক সাইফুল ইসলাম, বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল, ছাত্রনেতা মোঃ রায়হান আমদ, মোঃ আমির আলী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ খয়রুল ইসলাম,মোঃ লায়েক মিয়া, মোঃ রকিব মিয়া, মওঃ নোমান আহমদ, মোঃ ইদ্রিছ আলী, মোঃ আজিজ মিয়া, মোঃ রহমত মিয়া, মোঃ ইসমাইল আলীসহ এলাাকার গন্যমান্য ব্যক্তিগন।

জানায়ায়, হাজীপুর ইউনিয়নের পাবই রজনপুর এলাকার প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্তে জীবিকার তাগিদে ছড়িয়ে থাকা রেমিটেন্স যুদ্ধাদের সফল সংগঠন ‘পাবই রজনপুর প্রবাসী হোয়াটসআ্যপ গ্রুপ’ এলাকার বিভিন্ন সামাজিক কাজ করে থাকে এর ধারাবাহিকতায় আজ ইফতার সামগ্রী বিতরণ ও চিকিৎসার জন্য পাবই গ্রামের আব্দুল কাইয়ুমকে নগদ দশ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়।

 

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com