ছয়ফুল আলম সাইফুলঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় নতুন একটি কলেজ প্রতিষ্টা সময়ের দাবী। এই এলাকায় তিনটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে উক্ত বিদ্যালয় গুলো থেকে প্রতি বছর আনুমানিক ৩ থেকে ৪ শতাধিক ছাত্র/ছাত্রী এস এস সি পরীক্ষায় পাশ করে। এসব ছাত্র ছাত্রীরা এলাকায় কোন কলেজ না থাকায় কিছু ছাত্র/ছাত্রী দূরবর্তী স্থানে ভর্তি হতে হয়, এতে অনেক ছাত্র /ছাত্রীর যাতায়াতের অসুবিধা সহ আর্থিক সংকটের কারণে ঝরে পড়ে যায় এ এলাকায় কলেজ প্রতিষ্টা হলে শতভাগ ছাত্র ছাত্রী নিজ এলাকায় অবস্থান করে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পযর্ন্ত সহজে লেখা পড়ার সুযোগ পাবে। এলাকায় কলেজ স্থাপন করার মত দেশে ও দেশের বাহিরে অনেক দানশীল ব্যাক্তিরা রয়েছেন তাহারা যদি এগিয়ে আসেন তাহলে কলেজ প্রতিষ্টা করা সময়ের ব্যাপার মাত্র। উলেখ্য আজ থেকে প্রায় ৭৫ বছর আগে এলাকার পাইকপাড়া মোল্লাবাড়ীর হাজী আব্দুল লতিফ ও হাজী আব্দুস ছামাদের উদ্যোগে পাইকপাড়া গ্রামে কানিহাটি বহুমূখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্টিত হয়েছে।তাদের মতন এ এলাকায় এখন অনেক শিক্ষানুরাগী ব্যাক্তিত্ব আছেন তাহারা যদি উদ্যোগ গ্রহন করেন তাহলে সকলের সম্মলিত প্রচেষ্ঠায় একটি নতুন কলেজ প্রতিষ্টা করা সম্ভব।
এ এলাকাটি হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের মধ্যস্থল এবং যোগাযোগ ব্যবস্থা ভাল এখানে রয়েছে মোতাহের মেমোরিয়াল একাডেমি, সিক্স ফ্লাওয়ার টেকনিক্যাল একাডেমি, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ প্রায় ২০ টি প্রাথমিক বিদ্যালয় এছাড়াও কানিহাটি দাখিল মাদ্রাসা, কানিহাটি মহিলা মাদ্রাসা, পাইকপাড়া মোহাম্মদীয়া হাফিজিয়া মাদ্রাসা সহ অনেক শিক্ষা প্রতিষ্টান চলমান রয়েছে। এছাড়াও পাইকপাড়া বাজারে রযেছে কয়েকটি এজেন্ট ব্যাংকিং সহ ছোট বড় অনেক ব্যবসা প্রতিষ্টান, মসজিদ, ঈদগা, খেলার মাঠ সহ সবকিছুই রয়েছে এখানে শুধু নেই একটি কলেজ। এলাকায় কলেজ স্থাপন করার জন্য দেশে ও দেশের বাহিরের দানশীল ব্যাক্তিরা এগিয়ে আসার প্রয়োজন।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com