আপডেট

x


পহেলা ফেব্রুয়ারি ‘বিশ্ব হিজাব দিবস’

মঙ্গলবার, ২৯ জানুয়ারি ২০১৯ | ৭:১৮ অপরাহ্ণ | 521 বার

পহেলা ফেব্রুয়ারি ‘বিশ্ব হিজাব দিবস’

পহেলা ফেব্রুয়ারি শুক্রবার ‘বিশ্ব হিজাব দিবস।’ এবারের হিজাব দিবসের স্লোগান হচ্ছে- ‘হিজাব ইজ মাই ফ্রিডম’, ‘হিজাব ইজ মাই প্রটেকশন’, ‘হিজাব ইজ মাই চয়েস’, ‘হিজাব ইজ মাই কভার’ ইত্যাদি।

গত ৬ বছর ধরে নিউইয়র্ক সিটির সিটি হলের বারান্দায় নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিবস পালন করা হয়। এ দিবসটির প্রবক্তা নিউইয়র্কে বাংলাদেশি অ্যাক্টিভিস্ট মাজেদা এ উদ্দিন এবং কর্মসূচির উদ্যোক্তা প্রবাসী বাংলাদেশি নাজমা খান।



তিনি বলেন, কয়েক বছর আগে নাজমা খান নামক এক বাংলাদেশি ছাত্রী জ্যামাইকায় আক্রান্ত হন। বাংলাদেশি পোশাকে তিনি পথ পাড়ি দিচ্ছিলেন বলেই বিদ্বেষমূলক আচরণের কবলে পড়েন। সেই ঘটনার প্রতিবাদ, নিন্দা এবং সর্বসাধারণকে সচেতন করার লক্ষ্যে শুরু হওয়া হিজাব দিবস এবারও উদযাপিত হবে ঐ একই চেতনায়। কারণ এখনও ধর্মীয় পোশাক, জাতিগত কারণে বৈষম্যের ঘটনা অব্যাহত রয়েছে সর্বত্র। এবারের কর্মসূচিতে নাজমা খানও থাকবেন।

মাজেদা আরও বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান প্রদত্ত অধিকার খর্ব করার বিরুদ্ধে নিরবতা অবলম্বনের সুযোগ নেই। ন্যায় বিচারের স্বার্থে আমাদের রুখে দাঁড়াতে হবে। হিজাব দিবসে সে সুযোগ দেয় সকল অধিকার সচেতন মানুষকে। আপনি কোন ধর্মের-বর্ণের-গোত্রের, সেটি বড় কথা নয়, আপনি একজন মানুষ- এ চেতনায় জড়ো হন হিজাব দিবস’র কর্মসূচিতে।

হিজাব দিবসের সঙ্গে এরইমধ্যেই সংহতি প্রকাশ করেছেন ৪৫ দেশের ৭০ জনের অধিক রাষ্ট্রদূত, খ্যাতনামা রাজনীতিক, স্কলারসহ টাইম ম্যাগাজিন, সিএনএন-এর মত বিশ্বখ্যাত গণমাধ্যম।

মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com