পর্তুগালে রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটির আত্মপ্রকাশ
- আপডেটের সময় : ০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
- / ৩২২ টাইম ভিউ
পর্তুগালে রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটির আত্মপ্রকাশ।
পর্তুগালে বসবাসরত মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বসবাসরত প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে যাত্রা শুরু করে ” রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার ” নামক নতুন সামাজিক সংস্থা। গত ১২ ই আগস্ট রাতে লিসবনের স্টীক এন্ড কাবাব নামক অভিজাত রেস্টুরেন্টে মাওলানা মামুনুর রশীদের সভাপতিত্বে শেখ মো সুয়েব উদ্দিনের পরিচালনায় ও সালেহ আহমদ রাজনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়।
উদ্বোধনী বক্তব্যে জনাব আজিজুর রহমান খান বলেন- আমাদের উপজেলার ভাইদের দীর্ঘ দিনের লালিত স্বপ্ন আজ বাস্তবে রুপ দিতে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। আশা করি আমাদের দৃঢ় মনোবল মানবতার এ মহতি কাজের পরিধি উত্তরোত্তর সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করবে।এ বন্ধন যেন হয় ভ্রাতৃত্ব ও ভালবাসার অনন্য দৃষ্টান্ত। রাজনগরের সকল ভাই একই পরিবারসম তাই এই আয়োজন তথা আমাদের যাত্রাপথ যেন অনাগত দিনে পর্তুগালে বসবাসরত ভাইদের অনুসরণীয় অনুকরণীয় হয়ে থাকে ।
অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জনাব রুাহুল আহমেদ মতিন, জনাব শামীম আহমদ,জনাব রামিম আহমদ চৌধুরী, জনাব মুহিবুর রহমান সাকির,জনাব আবুল আহমদ, জনাব রিয়াদ কামাল চৌধুরী( রনি),জনাব আজিজ আহমদ,জনাব কামরুল ইসলাম, জনাব এহসান আহমদ,জনাব ইমরান আহমদ,জনাব নাজমুল ইসলাম রুবেল প্রমুখ।
ব্ক্তাদের বক্তব্যর মূল প্রতিপাদ্য ছিল দূর- প্রবাসে সুখ দূখে, আনন্দ বেদনায় যেন মায়ার পরশে আমাদের উপজেলার ভাইদের বন্ধন হয় সুকঠিন হৃদয়গ্রাহীর অনন্য নিদর্শনসম।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সকলের উন্মুক্ত মতামত পরামর্শ ও বিচার বিশ্লেশন ভিত্তিতে একবছর মেয়াদি নিন্মোক্ত কমিটি গঠন করা হয়-
সভাপতি – আজিজুর রহমান খান
সহ সভাপতি – মুহিবুর রহমান সাকির
সহ সভাপতি – শামীম আহমদ
সেক্রেটারি -রুাহুল আহমেদ মতিন।
সহ সেক্রেটারি – রিয়াদ কামাল চৌধুরী।
সাংগঠনিক সম্পাদক -শেখ মো সুয়েব উদ্দিন ।
সহ সাংগঠনিক সম্পাদক – জুয়েল আহমদ
সহ সাংগঠনিক সম্পাদক – পাপলু আহমদ চৌধুরী
প্রচার সম্পাদক – রামিম আহমদ চৌধুরী।
সহ প্রচার সম্পাদক – কাবের আহমদ।
কোষাধ্যক্ষ – শাহাব উদ্দীন চৌধুরী।
সহ কোষাধ্যক্ষ – সালেহ আহমদ রাজন।
উপদেষ্টা – মাওলানা মামুনুর রশীদ।
পরিশেষে নবগঠিত কমিটির সফলতা ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মাধ্যমে সভার সমাপনী করা হয়।উপস্থিত সকলের আপ্যায়নের মাধ্যমে খুবই সুশৃঙ্খল ও গোছানো প্রোগ্রাম আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে পারস্পরিক বিদায় নেন।