পক্ষাঘাতগ্রস্ত কুলাউড়ার যুবককে কৃত্রিম পা পুন:স্থাপনে নগদ আর্থিক অনুদান দুর্ঘটনায় পক্ষাঘাতগ্রস্ত কুলাউড়ার যুবক মো. সাইদুর রহমান এমদাদের কৃত্রিম পা পুন:স্থাপনের জন্য নগদ আর্থিক অনুদান ৪০ হাজার টাকা প্রদান করা হয়েছে। তিন ধাপে এই আর্থিক অনুদান প্রদান করা হয়। রোববার ২২ ডিসেম্বর সন্ধ্যায় পৌর শহরের চৌমুহনীস্থ সাপ্তাহিক সীমান্তের ডাক কার্যালয়ে এই অর্থ প্রদান করা হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা শামীম আহমদ ও লিটন আহমদের উদ্যােগে প্রবাসীদের সহযোগিতায় ২৫ হাজার টাকা, মেজর নুরুল মান্নান চৌধুরী তারাজের সহযোগিতায় ১০ হাজার টাকা, আল আইন মহানগর আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসাইন আনুর সহযোগিতায় ৫ হাজার টাকা এবং কুলাউড়া এম এস ফাউন্ডেশনের পরিচালক একে সমছুর সহযোগিতায় ১ হাজার টাকা সাইদুর রহমান এমদাদের হাতে তুলে দেওয়া হয়। অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোক্তাদির হোসেন, এস আলম সুমন, নাজমুল বারী সোহেল, এনামুল আলম, এম এস ফাউন্ডেশনের পরিচালক একে সমছু, পরিবেশ অধিদপ্তরের কুলাউড়া কার্যালয়ের সহকারি প্রশাসনিক কর্মকর্তা সাইদ আল শাহিন প্রমুখ।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com