ছয়ফুল আলম সাইফুলঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে বয়স ভিত্তিক ক্রিকেট লীগে অনূর্ধ্ব ১৫ ন্যাশনাল ক্যাম্পে জায়গা করে নিল ইষ্ট কোষ্ট গ্রুপ কুলাউড়া ক্রিকেট একাডেমির অন্যতম ক্রিকেটার কাওছার আহমেদ।
ইষ্ট কোষ্ট গ্রুপ কুলাউড়া ক্রিকেট একাডেমির শুরু থেকে প্রশিক্ষণ নিচ্ছেন কাওছার। তাঁর গ্রামের বাড়ি জুড়ি উপজেলার হাসনাবাদ গ্রামে। মৃত লেকমান হোসেন ও সালমা বেগমের পুত্র । ২ ভাই ১ বোনের মধ্যে কাওছার সবার বড়।
একাডেমির পরিচালক ও কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফি আহমদ তানিম জানান, তার এ সাফল্যে একাডেমি গর্বিত। তাকে দেখে বাকি প্রশিক্ষণার্থীরাও আরও প্রশিক্ষণে মনযোগি হবে এবং এগিয়ে যাবার প্রেরণা পাবে।#
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com