টিপু : বহু ইতিহাসের সাক্ষী ঐতিহ্যবাহী নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় মাট। বাঙ্গালীর কৃষ্টি – কালচার, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনই হলো ভ্রাতৃত্বের বন্ধন, বন্ধুত্বের স্হাপনের একটি জায়গা,ঐক্যর বন্ধন, একে অনেকে জানার সেতুবন্ধন তৈরী করার করার একমাত্র বাহক হলো উপজেলার এই নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় মাট । আছে উপজেলা পরিষদ – পৌরসভাও আছে,এমন কি উপজেলা ক্রীড়া সংস্হা থাকলেও দেখার যেনো কেউ নেই, উপজেলা ক্রীড়া সংস্হা যেনো শুধু মাত্র অতিথী হয়ে মন্চে বসার জন্যই হয়েছে আর নামের শেষে বিশেষন যুক্ত করেই দ্বায়ভার শেষ ।
মাটের ভাগ্যের কি নির্মম বাস্তবতা, তা হলো এই মাটের মাটির সাথে যাদের মিলা মিশা ছিলো, যারা কৈশর- শৈসব কাঠিয়ে যৌবনের শেষের দিকে তাঁরাই কয়েকবছর থেকেই আছেন উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্হার দ্বায়ীত্বে । কিন্তু মাট আছে ঠিকই মাটের দিকে খেয়াল রাখার মতো নেই কেউ, যারা দায়ীত্ব আছেন উনাদের দায়ীত্বে অবহেলার অভিযোগ তুলেন অনেকেই সেজন্য একমাত্র মাটের এই বেহাল অবস্হা । কুলাউড়ার ক্রীড়াংঙ্গনকে উজ্জিবিত করতে শত ব্যাস্ততার মাঝে প্রবাস থেকেও বিভিন্ন দেশে অবস্হানরত প্রবাসীদের সংঙ্গে যোগাযোগ করে চলেছেন নিউইয়র্কে অবস্হানরত ডাকবাংলার লিটন আহমেদ এবং ঢাকায় অবস্হানরত নুরুল মান্নান চৌধুরী তারাজ । কিন্তু দায়ীত্বে যারা আছেন তাঁরাই যেনো দায়ীত্বহীন হয়ে আছেন । উনারা যদি মাটের চারি দিকের খাল ক্ষুনন করেন প্রতিবছর তাহলে এই জলাবদ্ধতা হয় না ।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com