নুসরাত হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে স্পন্দন এর মানববন্ধন কর্মসূচি
- আপডেটের সময় : ০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯
- / ৭২৮ টাইম ভিউ
নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারে ফেনীর সোনাগাজী তে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহানের হত্যার প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন স্পন্দন মৌলভীবাজার মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সংগঠন এর সভাপতি ইহাম মোজাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুস্তাকিম আহমদ টিটুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক উন্নয়ন এর সভাপতি নাট্যকার খালেদ চৌধুরী , সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাক এর জেলা প্রতিনিধি ও পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুহিব , সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সহ সভাপতি ও বি আই এস এর চেয়ারম্যান এম মুহিবুর রহমান , সম্মিলিত সামাজিক উন্নয়ন এর সাধারণ সম্পাদক আলিম উদ্দিন হালিম ,দৈনিক দেশপক্ষ সম্পাদক বেলাল তালুকদার , সাপ্তাহিক পাতাকুড়ি স্টাফ রিপোর্টার আশরাফ আলী , শাহবন্দর যুব সংস্থার সভাপতি রাজন আলী।
এছাড়াও স্পন্দন এর সহ সভাপতি ওয়াসিম আহমদ নিশান , আশিক আহমদ , যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার হাসান , সাংগঠনিক সম্পাদক হায়াতুল ইসলাম রাহি , দপ্তর সম্পাদক জাবেদ ইমাম অপু , সরকারি কলেজের সভাপতি এস এম বশির আহমদ , সাধারণ সম্পাদক জাবেদুর রহমান সৌরভ ,যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরান , সাংগঠনিক সম্পাদক শাফি আহমদ সানি , সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম , যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমদ , সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাকিম , শাহেদ আহমদ , সুহান আহমদ , রাফি আহমদ , শিমুল তালুকদার , টেকনিক্যাল কলেজের সহ সভাপতি তানভীর কায়সার , সহ সাধারণ সম্পাদক রবিউল আওয়াল সাগর , রুবেল হোসেন , রবিউল ইসলাম , জাহাঙ্গীর আলম , সিফাত সড়কার , সুজন রায় প্রমুখ।